ED Raid Municipal Recruitment Scam: ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি

সুজিত বসুর বাড়িতে ইডি তাপস রায়ের বাড়িতে তল্লাশি দমদমের প্রাক্তন পুরপ্রধানের ঘরে ইডি

ABP Ananda Last Updated: 12 Jan 2024 08:40 PM
WB ED Raid Live : ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি

১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি

ED Raid Live Updates: তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা 

তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা 

WB ED Raid Live : উত্তর দমদমের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ১০ ঘণ্টা তল্লাশি

উত্তর দমদমের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ১০ ঘণ্টা তল্লাশি

ED Raid Live Updates: শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর ২ বাড়িতে হানা ইডির

শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর ২ বাড়িতে হানা ইডির

ED Rain Update : সব জায়গাতেই অনেক বেশি সংখ্যক সিআরপিএফ

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালি ও বনগাঁয় আক্রান্ত হয়েছিল ইডি। এবার তই পুর নিয়োগ দুর্নীতি তদন্তের অভিযানে বাড়তি সতর্ক সিআরপিএফ। আগের অভিযানগুলির তুলনায় এদিন সব জায়গাতেই অনেক বেশি সংখ্যক সিআরপিএফ। 

Sujit Basu ED Raid Update : মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে 'এরিয়া ডমিনেশন' কেন্দ্রীয় বাহিনীর

সিআরপিএফ দিয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ঘিরে তল্লাশি ইডির। মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে 'এরিয়া ডমিনেশন' কেন্দ্রীয় বাহিনীর। 
দমকলমন্ত্রীর বাড়ির সামনে থেকে জমায়েত সরাল সিআরপিএফ। 

Suvendu Adhikari Live : সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত: শুভেন্দু

সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

Municipal Recruitment Scam ED Raid : কেন সুজিত বসুর বাড়ি ইডি হানা ?

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। 

ED Raid News : সুবোধ চক্রবর্তীর ছেলে মেয়ে দুজনেই পুরসভার কর্মী, প্রভাব খাটিয়েই চাকরি ? খতিয়ে দেখছে ইডি

সূত্রের খবর, পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রেখে শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সামলেছেন পুর প্রশাসকের দায়িত্বও। উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর মেয়ে বরানগর পুরসভায় চাকরি করেন আর ছেলে চাকরি করেন উত্তর দমদম পুরসভায়। সূত্রের খবর, প্রভাব খাটিয়েই নিজের ছেলেমেয়েকে পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছে ইডি। 

ED Raid Live : উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সি

তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। বিরোটির খলিসাকোটার বাড়িতে চলছে তল্লাশি।

Tapas Roy ED Raid : তাপস রায়ের বাড়িতে হানা ইডি-র

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস রায়ের বাড়িতে হানা ইডি-র। সূত্রের খবর, বউবাজারের বাড়িতে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। বিধায়কের অফিসেও তল্লাশি।

Sujit Bose ED Raid : ইডি-কে দেখে প্রথমে বাধা দমকলমন্ত্রীর কেয়ারটেকার, কর্মচারীদের

ইডি-কে দেখে প্রথমে বাধা দমকলমন্ত্রীর কেয়ারটেকার, কর্মচারীদের। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কেন বাধা? প্রশ্ন তদন্তকারীদের। বাদানুবাদ, ইডি-র উষ্মাপ্রকাশের পরেই খোলে দরজা।

Sujit Bose ED Raid Update : সন্দেশখালি-সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি

সন্দেশখালি-সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই ইডি। চলছে জিজ্ঞাসাবাদ, নথি সংগ্রহ। 

Sujit Bose ED Raid Update : সন্দেশখালি-সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি

সন্দেশখালি-সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই ইডি। চলছে জিজ্ঞাসাবাদ, নথি সংগ্রহ। 

প্রেক্ষাপট

কলকাতা : সন্দেশখালি-সন্ত্রাসের (Sandeshkhali ED Raid) এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। ভোরের আলো ফুটতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা। এদিন সাত সকালে মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ও বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তিন জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি-অভিযান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.