প্রকাশ সিন্হা, ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: লোকসভা ভোটের ( Loksabha Election 2024 )  হাইভোল্টেজ প্রচারের মধ্যেই লাল মাটির দেশে পৌঁছে গেল ইডি ( ED )।  রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা ঘিরে সকাল সকাল উত্তাপ বাড়ল বীরভূমে ( Birbhum )। শিক্ষা নিয়োগ দুর্নীতি ( Education Recruitment Scam ) মামলার তদন্তে এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে তল্লাশি অভিযান চালাল ইডি।


সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৬টা থেকে সাতটার মধ্যে দুটি গাড়িতে বোলপুর পৌঁছে যায় ইডি-র টিম। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বোলপুরের নিচুপট্টির 'চন্দ্রালয়' নামের বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। প্রথমেই মন্ত্রীর বাড়ির রক্ষীরা জানান, চন্দ্রনাথ সিংহ বাড়িতে নেই। সূত্রের খবর, তখন বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও তাঁর দুই ছেলে। তাঁদের উপস্থিতিতেই দোতলা বাড়ির দুটি তলাতেই ইডি-র আধিকারিকরা তল্লাশি শুরু করেন।


সন্দেশখালিকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে, এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়ির একশো মিটার জুড়ে কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দলে রাখা হয়েছে মহিলা সদস্যও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় কাউকেই ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না।


শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এবার  ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। ইডি সূত্রে খবর, তদন্তে বারবার নাম উঠে আসাতেই, তথ্য জানতে মন্ত্রীর বাড়িতে তাঁদের এই অভিযান। স্থানীয় সূত্রে খবর, স্কুলে 
নিয়োগ দুর্নীতির গোটা চক্রের অন্যতম বড় মডিউল সক্রিয় আছে বীরভূমে। একাংশের অভিযোগ, লালমাটির জেলায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, সর্বস্তরে স্কুলে চাকরি বিক্রি হয়েছে।  সেই দুর্নীতির শিকড়ে পৌঁছতেই এবার অনুব্রত-গড়ে সক্রিয় ইডি। 


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

শুধু বোলপুরেই নয়, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জেলায় জেলায় অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বোলপুরের বাড়ি ছাড়াও এদিন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে ৫ জায়গায় হানা দেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক। বোলপুর, চেতলা, লেকটাউন, বিরাটি সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। স্কুলে চাকরি বিক্রির টাকা ঘুরপথে কোথায় কোথায় খেটেছে, তার তদন্তে এখন ইডি-র স্ক্য়ানারে রাজ্যের মন্ত্রী থেকে ব্যবসায়ী, ট্যাক্স কনসালট্যান্ট থেকে আইনি পরামর্শদাতা। চলছে জোর তদন্ত।