আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় সকাল থেকে তিনটি জায়গায় হানা দিল ED। বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়ি, কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস এবং হাওড়ার সাঁকরাইলে জুটমিলে চলল তল্লাশি। অভিযোগ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের PF বকেয়া রাখার পাশাপাশি, সময় মতো মিলছে না বেতন।                     


স্কুল-পুরসভায় নিয়োগ থেকে রেশন দুর্নীতি, গরু থেকে কয়লা পাচার। দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলাতেও ময়দানে নামল কেন্দ্রীয় এজেন্সি।


মঙ্গলবার সকালে বালিগঞ্জের ব্রাইট স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট ও হাওড়ার সাঁকরাইলে হানা দিলেন ED-র আধিকারিকরা। সকাল সাড়ে ৭টা নাগাদ কড়েয়া থানা এলাকায় ব্রাইট স্ট্রিটে ডেল্টা জুটমিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে পৌঁছোন ED অফিসাররা।  


কেন্দ্রীয় এজেন্সির আরেকটি দল বিবাদী বাগের কাছে কাউন্সিল হাউস স্ট্রিটে ডেল্টা জুটমিলের একটি অফিসে পৌঁছয়। অফিস বন্ধ থাকায় প্রায় ৩ ঘণ্টা পর শুরু হয় তল্লাশি। হাওড়ার সাঁকরাইলে ডেল্টা জুটমিলেও পৌঁছে যান ED-র আধিকারিকরা। শুরু হয় তল্লাশি।


ED-র তল্লাশি চলাকালীনই বকেয়া PF এবং অনিয়মিত বেতন নিয়ে সরব হন শ্রমিকরা।                    


পিএফের টাকা না পেয়ে সম্প্রতি ডেল্টা লিমিটেড ও ওলিসা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী। প্রায় ২১ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। অভিযোগ ওঠে, সারদার ধাঁচে ডেল্টা জুটমিলেও ৫ জন ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছে।


এই মামলায় ED-কে তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, দুর্নীতির পিছনে পাট শিল্পের বড় বড় মাথারা আছে। তাঁরা আমার বদলিও করতে পারেন। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডেল্টা লিমিটেড। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতেই এবার জুটমিলে হানা দিল ED। 


Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। ABP Ananda Live


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে