প্রকাশ সিন্হা, বিজেন্দ্র সিংহ, কলকাতা: গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর এবার কয়লাকাণ্ডে তত্পর ইডি। ৮ জন আইপিএস-কে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৫ অগাস্টের পর জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়, রাজ্যের ৮ জন আইপিএস-কে দিল্লিতে তলব করা হয়েছে। ২২ অগাস্ট জ্ঞানবন্ত, ২৩ অগাস্ট কোটেশ্বর রাও, ২৪ অগাস্ট শ্যাম সিংহ, ২৫ অগাস্ট সেলভা মুরুগান, ২৬ অগাস্ট রাজীব মিশ্র, ২৯ অগাস্ট সুকেশ জৈন, ৩০ অগাস্ট তথাগত বসু ও ৩১ অগাস্ট ভাস্কর মুখোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে ইডি।
একই দিনে রাজ্যের দুই কেলেঙ্কারির তদন্ত: গরু পাচারকাণ্ডে CBI, কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) ED। একই দিনে রাজ্যের দুই কেলেঙ্কারির তদন্তে, সক্রিয়তা দেখাল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করল CBI। অন্যদিকে এদিনই, কয়লা পাচার মামলায় রাজ্যের ৮ জন IPS অফিসারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অগাস্টের মধ্যেই দিল্লির (Delhi) সদর দফতরে হাজিরা দিতে হবে তাঁদের।
ইডি সূত্রে খবর: ২২ অগাস্ট, তলব করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিং-কে। পরের দিন অর্থাৎ ২৩ তারিখ ডাকা হয়েছে কোটেশ্বর রাওকে। বর্তমানে তিনি রাজ্যের দুর্নীতিদমন শাখার সদর দফতরের SP। ২৪ অগাস্ট তলব করা হয়েছে সিভিল ডিফেন্সের DIG শ্যাম সিং-কে। পরের দিন ডাকা হয়েছে পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগানকে। ২৬ অগাস্ট তলব করা হয়েছে ADG-IB, রাজীব মিশ্রকে। ২৯ অগাস্ট হাজিরা দিতে বলা হয়েছে DIG ট্রাফিক, সুকেশ জৈনকে।
পরের দিন অর্থাৎ ৩০ তারিখ ডাকা হয়েছে তথাগত বসুকে। তিনি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের SP। ৩১ অগাস্ট তলব করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার SP, ভাস্কর মুখোপাধ্যায়কে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার কথায়, তৃণমূল যে ধরনের দুর্নীতি করে থাকে, যারা পদস্থ আধিকারিক, তাদের বলির পাঁঠা বানিয়ে দুর্নীতি করেন। এই আইপিএস, আইএএস-দের ডাকলে, এরা তো রাজসাক্ষী, এদের ডাকলে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করলে একদিন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে।
SSC-র দুই প্রাক্তন কর্তার জেল হেফাজত: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, গ্রেফতারির পর SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। আদালতে সিবিআই দাবি করে, SSC সংক্রান্ত যাবতীয় তথ্য এই দু’জন গায়েব করেছেন। নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাতে আরও অনেক প্রভাবশালী জড়িত। অযোগ্য প্রার্থীদের সুপারিশ ও নিয়োগপত্র দিয়েছেন শান্তিপ্রসাদ-অশোক। সিবিআইয়ের দাবি, SSC-তে কতগুলি পদ খালি রয়েছে, তা ভুয়ো নামে তথ্যের অধিকার আইনে জেনে নিতেন ওই দুই প্রাক্তন কর্তা। সেই অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হত। আদালতে দাবি সিবিআইয়ের।