আশাবুল হোসেন, কৃষেন্দু অধিকারী ,আবির দত্ত, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) তলব করেছে ED। মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচির দিনই, CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির কটাক্ষ, পাল্টা কটাক্ষ।
নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) মামলায় এটা তাঁকে ইডি-র তৃতীয় নোটিস। তবে এবার শুধু অভিষেক নয়। ইডি সূত্রে দাবি, এবার ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা ( Abhishek Banerjee Father ) অমিত বন্দ্য়োপাধ্য়ায় এবং লতা বন্দ্য়োপাধ্য়ায়কেও ( Abhishek Banerjee Mother ) ! অভিষেকের পর, আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। আর এই প্রেক্ষিতেই অভিষেকের মন্তব্য বোঝাই যাচ্ছে কতটা বিচলিত, ভীত ও সন্ত্রস্ত। সমনের নোটিস সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন অভিষেক। আর রাজ্য সিপিএম ও কংগ্রেসের কটাক্ষ , তৃণমূলকে গুরুত্ব দিতেই দিন বেছে বেছে তলব করা হচ্ছে ! জবাব দিয়েছে বিজেপিও।
মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ফের তলব করেছে ইডি। ইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা-বাবাকে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ডাকা হয়েছে। এই সংস্থা নিয়ে তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আগামী দোসরা ও তেসরা অক্টোবর, দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ, তেসরা অক্টোবর, মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED'র সমনের চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়, CGO কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে ১৩৭ দিনের মধ্যে, এই নিয়ে চতুর্থবার অভিষেককে বন্দ্য়োপাধ্য়ায়কে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্স হ্যান্ডলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, চলতি মাসের শুরুর দিকে দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেই, ED আমাকে তলব করেছিল। আমি আমার কর্তব্য পালন করেছি এবং সমন মেনে চলেছি।
আজ (বৃহস্পতিবার) আবার তারা আমাকে তেসরা অক্টোবর, হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে। যেদিন পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনার দাবিতে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। এরপর তিনি লিখেছেন, কারা সত্যিকারের বিচলিত, ভীত এবং সন্ত্রস্ত, এই ঘটনা (তলব) দ্ব্যর্থহীনভাবে তাদের মুখোশ খুলে দিয়েছে।
এখানে ED-কে আক্রমণ করে ইংরেজিতে perturbED, rattlED এবং scarED শব্দগুলি লেখার সময়, E ও D ইংরেজির বড় অক্ষর লিখেছেন অভিষেক।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' অভিষেক রাজনৈতিক কর্মসূচি থাকলেই ইডির ডেকে পাঠানো একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, বোঝা যাচ্ছে অভিষেককে রাজনৈতিকভাবে বিরক্ত করা বিজেপির কাজ কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে, এটা চেনা বিষয। ঠিক যেভাবে ইডিন্ডার বৈঠকের সময় ডেকে পাঠানো হয়েছিল। আর এবার বাংলার প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে কর্মসূচি নেওয়া হয়েছে, রাজধানী কাঁপিয়ে দেবে, ঠিক তখনই তলব করা হল।'
নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের ২০ মে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে CBI। এরপর ১৩ জুন, তাঁকে তলব করে ED। কিন্তু, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার যাত্রা চলার কারণে সেবার হাজিরা দেননি অভিষেক। এরপর গত ১৩ সেপ্টেম্বর, বিরোধী জোট 'INDIA'-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED. আর এবার তেসরা অক্টোবর, দিল্লিতে তৃণমূলের ধর্ণার দিন ফের তারা তলব করল অভিষেককে। 'INDIA' জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে কংগ্রেস ও সিপিএম। এমনকি ১৩ সেপ্টেম্বর, দিল্লির বৈঠকে অভিষেক যোগ দিতে না পারায়, তাঁর চেয়ার খালি রেখে প্রতীকী প্রতিবাদও জানানো হয়েছিল জোটের তরফে। যদিও, বেছে বেছে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলিতে এভাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে কেন্দ্রীয় এজেন্সির তলবের পিছনে, অন্য় সেটিং দেখছে কংগ্রেস ও সিপিএমের রাজ্য নেতৃত্ব।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'RSS এর মনোভাবে দিল্লি যেহেতু পরিচালিত হয়, দিল্লি এমনভাবেই চলতে চাইছে যাতে তদন্তের মধ্য দিয়ে বরং অভিষেক ব্যানার্জিকে সাহায্য করা যায়'
প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ' সব সেটিং আছে, অভিষেকের পিআর হচ্ছে ইডি-সিবিআই। পাবলিসিটি দিতে করছে, সব সেটিং'
ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত। অর্থাৎ কেন্দ্রীয় নির্মলা সীতারমণের অধীনস্থ। CBI কেন্দ্রীয় কর্মিবর্গমন্ত্রকের অন্তর্গত। যে দফতর খোদ নরেন্দ্র মোদির হাতে রয়েছে। যদিও, বিজেপির দাবি, বেছে বেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে বারবার গুরুত্বপূর্ণ দিনে কেন তলব করা হচ্ছে, তার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কংগ্রেস, সিপিএমের কটাক্ষের জবাব দিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয়...!
৩ অক্টোবর কোথায় হাজির হবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়? সেটাই দেখার।