কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের (CBI) পর এবার ইডি-র তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর আজই সল্টলেকের (Saltlake) সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক-পত্নীকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় আসছে ইডি-র অফিসারদের একটি দল ।
এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজিও কমপ্লেক্সে তলব অভিষেকজায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে সরকারি কর্মীদের।
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
কেন এই গ্রেফতারি পরোয়ানা? সূত্রের খবর, ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক-পত্নী। আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁরা, সেই মামলার শুনানি এখনও হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। দু’ পক্ষের সওয়াল শোনার পর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের।