প্রকাশ সিনহা, কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রকে ( Sujoy Krishna Bhadra ) দেখতে এসএসকেএমে ( SSKM ) সারপ্রাইজ ভিজিট ইডির ( ED )। মঙ্গলবার বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক।


কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেইদিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইল ইডি। সূত্রের খবর,  এরপর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  


চলতি বছরই ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি, চার্জশিট পেশ করে ইডি দাবি করে, ২০১২ এবং ২০১৪-র টেটের চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড-সহ একাধিক তথ্য মানিককে পৌঁছে দিয়েছিলেন এই সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর পরামর্শেই টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। প্রার্থী নির্বাচন ও নিয়োগের বিষয়ে কথা বলতে সরাসরি পর্ষদের অফিসেও যেতেন সুজয়কৃষ্ণ। চার্জশিটে ইডি আরও দাবি করে,
২০১৪-র টেটে পাস ও চাকরি পাইয়ে দিতে সুজয়কৃষ্ণ ভদ্রের দ্বারস্থ হন কুন্তল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে কুন্তল ঘোষকে আশ্বস্ত করেন কালীঘাটের কাকু। এরপর কালীঘাটের কাকুকে ৭০ লক্ষ টাকা এবং তাঁরই পরামর্শে পার্থ চট্টোপাধ্য়ায়কে ১০ লক্ষ টাকা দেন কুন্তল ঘোষ। এই কালীঘাটের কাকুই এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দাবি করেছিল, তাঁর সাহেব অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ইডির দাবি, যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। 

সুজয়ের স্ত্রীর মৃত্যু, তারপর তাঁর দীর্ঘ প্যারল ও তারপর আবার সুজয়ের অসুস্থতা, সব মিলিয়ে কালীঘাটের কাকুকে বহুদিন জিজ্ঞাসাবাদ করার সুযোগই পায়নি ইডি। সেই জন্যই কি তাঁর খোঁজ নিতে এবার হাসপাতালেই ইডি কর্তারা ?  


আরও পড়ুন : 


নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা দেবী কুষ্মাণ্ডা, মায়ের এই রূপ কেমন ?