কলকাতা: অপেক্ষারত SLST-র চাকরিপ্রার্থীদের নিয়োগ নির্ভর করবে আদালতের নির্দেশের উপর। সোমবার অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে বৈঠকের পর জানালেন ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথম দফায় চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্র খুঁজতে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে হাইকোর্টে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


ফের বৈঠকে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু: শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের চতুর্থ বৈঠকেও দেখা গেল না আশার আলো। প্রথমে শিক্ষা সচিব, শিক্ষা দফতরের আইনজীবী ও ৪ চাকরিপ্রার্থীর উপস্থিতিতে বৈঠক, এবং তারপর অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে বৈঠকের পর আদালতের নির্দেশের উপর নিয়োগ নির্ভর করবে বলে সাফ জানালেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। এদিন শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দিক থেকে প্রস্তুতি প্রায় সাড়া। মহামান্য আদালত, যে কোর্টে বিচারাধীন সেখানে রায় পেলে, ইতিবাচক রায় পেলে আমরা কাজে নেমে পড়তে পারব।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে কোর্টে একটি শুনানি চলছে। জরুরি ভিত্তিতে চলছে। ফলে আশা করা যাচ্ছে এর ফয়সালা দ্রুত হবে।’’

নিয়োগ জটের জন্য় অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদ্য় বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দিকেও আঙুল তুলেছেন তাঁরা। ব্রাত্য বসু বলেন, “বিজেপি নেতার হওয়ার পর সাক্ষাৎকারে বলেছেন রায় দিয়েছেন বিচারক হিসেবে। রাজনৈতিক প্রভাব ছিল না। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, “হাইকোর্টের মহামান্য় বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, তিনি এটার সমাধানের বদলে SSC-র একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সঙ্কেত দিয়ে দিতে পারতেন। কিন্তু, সেটা তিনি না দিয়ে CBI ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে জড়িয়ে গেছে গোটা বিষয়টা। এদের চাকরিটা আটকে গেছে।’’

কবে কাটবে নিয়োগ জট? নিয়োগের দাবিতে ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে গাঁধী মূর্তির নিচে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন SLST-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। দুর্নীতির জেরে একাধিক চাকরি বাতিল হয়েছে। নতুন নিয়োগও হয়েছে। কিন্তু, চাকরি পাননি SLST-র অন্দোলনরত চাকরিপ্রার্থীরা। এদিন এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা অপেক্ষায় আছি যে এই উত্তরটা যাতে পসিটিভ দেখতে পাই। যেহেতু মাননীয় মুখ্য়মন্ত্রী পুনরায় আমাদের বিষয়ে প্রচেষ্টা করার জন্য় বলেছেন, নির্দেশ দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী নিজে উদ্য়োগ নিয়ে এজির সঙ্গে বৈঠক করতে গেছেন। এতগুলো চেষ্টা ব্য়র্থ হতে পারে না।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: TMC: অভিষেকের সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক