কলকাতা: রাজ্যপালকে (Governor CV Ananda Bose) ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর (Bratya Basu)। এবার আনন্দ বোসকে কবি-কটাক্ষ ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী এদিন বলেন, 'রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?',ফের সি ভি আনন্দ বোসকে নিশানা ব্রাত্য বসুর।


এবার রাজ্যপাল নিয়োজিত উপাচার্যদের নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপালকেও কবি বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর,'কবির মেয়াদ তো আর ৫-৬ মাস। আমি কি তাঁদের বলব যে, 'এক মাঘে শীত যায় না।আমি কি তাঁদের বলব যে, বাংলাতেই থাকতে হবে। এসব না বললেও কাছাকাছি কিছু একটা বলব', রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলপন্থী অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি ব্রাত্য বসুর।


প্রসঙ্গত অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে। তবে সেটা এখন আর নিছকই অস্থায়ী উপাচার্য নিয়োগেই শুধু আটকে নেই। রাজ্যপালকে হুঁশিয়ারি দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শব্দবাণ কার্যতই সেই সংঘাত আরও উসকে দিয়েছে। পরিস্থিতি এমনই পর্যায় পৌঁছে যায় যে, শেষ অবধি শনিবার তার পাল্টা গত শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি বলেছিলেন,  'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না।' যদিও ইতিমধ্যেই এক সপ্তাহ পার। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সেরে ফিরেছেন রাজ্যে। 



সম্প্রতি কড়া ভাষায় রাজ্য় সরকারকে নিশানা করেছিলেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। শুক্রবার তার জবাব দিতে গিয়েই রাজ্যপালের উদ্দেশে 'মহম্মদ বিন তুঘলক, ফাঁসুড়ে'-র মতো শব্দ ব্যবহার করেন শিক্ষামন্ত্রী। মূলত গত শুক্রবার রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তার পাল্টা গত শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার সকাল গড়াতেই হুঁশিয়ারির সুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপাল বলেন,'যা করেছি, তাতে গর্বিত আমি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। কী হবে দেখতে পাবেন।' তবে রাজ্যপালকে জবাব দিতে দেরি করেননি ব্রাত্যও। 


আরও পড়ুন, ফের কোচবিহারে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর 


রাজ্যপাল চ্যালেঞ্জ ছোড়ার পরই ট্যুইটারে বিস্ফোরক মন্তব্য ব্রাত্য বসুর। কটাক্ষ করে তিনি বলেন, 'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী ঘটে দেখুন। সাবধান, সাবধান, সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার উপস্থিত হয়েছেন। সাবধান হয়ে যান শহরবাসী। রাক্ষস প্রহরে’র জন্য উদগ্রীহ হয়ে অপেক্ষা করছি, যার উল্লেখ রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনিতে।'