সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও আশাবুল হোসেন, কলকাতা : এগরায় ( Egra ) বেআইনি বাজি কারবারের নেপথ্যেও কেন্দ্রীয় বঞ্চনাকেই দায়ী করল তৃণমূল ( TMC )  । ১০০ দিনের কাজ বন্ধ হওয়ায় বাধ্য হয়ে বাজির কারখানায় কাজ নিয়েছিল গ্রামবাসীরা। অভিযোগ তুলে সরাসরি মোদি-শাহকে ( Narendra Modi, Amit Shah ) বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও ( BJP ) । 


বীভৎস বিস্ফোরণ!  প্রাণ কেড়েছে ৮ জনের। এখন এরার খাদিকুলে এখন কান পাতলেই স্বজনহারার হাহাকার! স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠেছেন! এই পরিস্থিতিতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনে আনল তৃণমূল।


তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,  'বিজেপির উদাসীনতার জন্যই নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। কেন্দ্রীয় সরকার MGNREGS-এ বাংলার বরাদ্দ আটকে রাখায়, পূর্ব মেদিনীপুরের শ্রমিকরা বেআইনি বাজি কারখানায় বিপজ্জনক কাজ নিতে বাধ্য হয়েছেন। গরিবদের আর কত কষ্ট সহ্য করতে হবে? ' 


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। একশো দিনের কাজ পাচ্ছেন না বলে বাজি কারখানায় কাজ নিচ্ছেন এর দায় দায়িত্ব কখনও নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না। যারা এটা নিয়ে রাজনীতি করছেন নূন্যতম যদি বিবেক বোধ থাকে তবে পদত্যাগ করা উচিত যারা বড় বড় ভাষণ দিচ্ছে।' 


 পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র, শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ' রাজ্যে এমনই অব্যবস্থা যে, কাজ নেই বলে বোমা বানাতে হবে! অভিষেক তো নিজেই সরকার, সে কীকরে এধরনের কথা বলে'


এদিকে এগরাকাণ্ডে ৮ জনের প্রাণ যাওয়ার পর হুঁশ ফিরেছে পুলিশের। এবার জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ।


এর মধ্যে শুধু চণ্ডীতলা এলাকা থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি। খানাকুল থেকেও উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি। বৃহস্পতিবার বীরভূমের নলহাটি থানার অভিযানে বাজেয়াপ্ত হয় ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি।
গোপন সূত্রে খবর পেয়ে, এদিনই লাভপুরের পূর্ণা গ্রামে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০০ কেজি বাজির মশলা!


কিন্তু বিরোধীদের প্রশ্ন হল, এই অবৈধ বাজি কারবার তো বহুদিন ধরেই চলছে, তাহলে ৮ জনের প্রাণ যাওয়ার পর কেন প্রশাসনের হুঁশ ফিরল? এগরাকাণ্ডের জেরে কয়েকদিন তৎপর হওয়ার পর আবার নীরব হয়ে যাবে না তো প্রশাসন? প্রশ্নটা থেকেই যাচ্ছে । 



মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।