ঋত্বিক প্রধান, এগরা (পূর্ব মেদিনীপুর): করোনা পরিস্থিতিতে যেখানে পরিবেশ পরিস্কার রাখা প্রয়োজন, সেখানে রাস্তার পাশে জড়ো করা রয়েছে আবর্জনার স্তূপ। গরু, ছাগল, কুকুর সেই আবর্জনা স্তূপ থেকে তা টেনে রাস্তার উপর আরও ছড়িয়ে দিচ্ছে। পরিবেশ দূষণের ফলে ওই অঞ্চলে বাড়ছে মশা মাছির উপদ্রব। আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। এগরা পুরসভার এমন অব্যবস্থা নিয়ে কটাক্ষ বিজেপির।


স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে, এগরা পৌরসভা এলাকায় আবর্জনা ফেলার জন্য় কিছু ভ্যাটের ব্যবস্থা থাকলেও, তা নিয়মিত পরিস্কার হয় না। ফলে ময়লা জমতে জমতে তা কার্যত আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। আর রোজ সেই আবর্জনার স্তূপ থেকে ময়লা রাস্তার উপর টেনে ফেলছে গরু-ছাগল। রাস্তার উপর ছড়িয়ে রয়েছে আবর্জনা। নোংরা এই পরিস্থিতিতে বাড়ছে মশা মাছির উপদ্রবও। দুর্গন্ধে এলাকায় টিকতে পারছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একে করোনা পরিস্থিতি চলছে। তার উপর এখন বর্ষাকাল। ফলে অসুখ-বিসুখের আশঙ্কাও বাড়ছে। 


এগরা পৌরসভার এমন অবস্থায় এলাকাবাসীর সঙ্গে সুর মিলিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। এগরার বিজেপি নেতা আশিস চন্দ বলেন, 'দীর্ঘদিন ধরে পৌরসভাগুলির নির্বাচন হয়নি। তার মধ্যেও ঘন ঘন পুর প্রশাসক বদলে যাচ্ছে। এর ফলে যিনি পুর প্রশাসক হয়ে আসছেন, তিনি কাটমানি খেতে ব্যস্ত থাকছেন। আর ভোগান্তি বাড়ছে এলাকার মানুষের।'


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এগরার বর্তমান পপর প্রশাসক স্বপন কুমার নায়েক। তাঁর দাবি, 'আমি গত ৬ মাস ধরে এগরা পৌরসভার পুর প্রশাসকের দায়িত্বে রয়েছি। যেমনটা অভিযোগ করা হচ্ছে, বিষয়টা মোটেই ততটাও গুরুতর নয়। তাছাড়া এলাকার ভ্যাটগুলি নিয়মিত পরিস্কারও করা হয়। বিজেপি যেমন বলছে একেবারেই সেভাবে আবর্জনার স্তূপ জমে থাকে না। বিজেপির কাজই শুধু অভিযোগ করা।'


এগরা পুর প্রশাসক এবং বিজেপির অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে এলাকার চিত্রটা কবে বদলাবে, তারই অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।