রঞ্জিত সাউ, কলকাতা: আজ পবিত্র ইদ। ইতিমধ্য়েই রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইদের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  

এদিন দিলীপ ঘোষ বলেন, 'ইদের জন্য আমার মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাব।এই ইকোপার্কে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল সিমাই পার্টি হবে এখানে। সবাইকে নিমন্ত্রণ করছি।.. যারা ইদ করছেন, উপবাস করেছেন, আমাদের সম্পূর্ণ তাঁদের প্রতি শ্রদ্ধা রয়েছে। অভিনন্দন রয়েছে। কিন্তু আমি আবার অ্যাপিল করব, যারা রোজা করবেন, তাঁরাই ইফতার করবেন। মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে , এই অনুমতি কেউ দেবেন না।'

প্রসঙ্গত, পবিত্র রমজান শেখে খুশির ইদ। উৎসবে মাতোয়ারা গোটা দেশ। মসজিদে মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। দিল্লি, নয়ডা, মুম্বই, ভোপাল, পাটনা, কেরল-সহ দেশের সর্বত্র ইদ-উল-ফিতর পালন করা হচ্ছে। কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হয়।উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা ও তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী। চেতলায় ইদের উৎসবে মাতেন মেয়র ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

অপরদিকে,  আজ পবিত্র ইদে, রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। লন্ডন-বিতর্কের মধ্যেই, মুখ্যমন্ত্রী গতকাল করেছিলেন আবেগঘন পোস্ট। ছিল ফেলা আসা জীবনের লড়াইয়ের কথা। রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল। সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ? আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান। এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। কিন্তু, আপনারা তাদের অমঙ্গল চাইবেন না। ঠিক সময় তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওঁদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে', রেড রোডের সভায় বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, কেলগ-কাণ্ডে দেবাংশুর তোপের মুখে দলের একাংশ ! ' দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন?'