কলকাতা: আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ, খবর সূত্রের। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বিকেল ৪টে ১৫-য় হবে সাংবাদিক বৈঠক।

Continues below advertisement

আরও পড়ুন, প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ১১০ কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল ! রাজ্যের প্রায় সব জেলাতেই ৩ দিন ঝড়বৃষ্টির আশঙ্কা

Continues below advertisement

গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়েছে রাজনীতির পারদ। 

SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR.কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ,  অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।   শুভেন্দু অধিকারী বলেন,SIR এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে বিজেপির কোনও তাড়া নেই। তাড়া মমতার। ৪ঠা মে, ২০২৬। সরকার তৈরি না হলে, ওইদিন রাত্রি ১২টার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, আপনাআপনি করতে হবে।  তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমরা বিরোধীরা বারবার করে যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনকে কার্যত বিজেপির দলদাস এবং ক্রীতদাসে পরিণত করার প্রয়াস চলছে। শুভেনদু অধিকারীর এই মন্তব্য তাতে সিলমোহর দিল যে বিজেপি ঠিক করে দেবে কোন কেন্দ্রে কত নাম থাকবে, কত নাম বাদ যাবে এবং নির্বাচন কমিশনকে বিজেপির দেখানো পথে, বিজেপির দলদাসত্ব করে SIR-র নাম করে, বিরোধী ভোটারের নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন যে বিজেপির চাকর-বাকরে পরিণত হয়েছে, শুভেন্দুর এই বক্তব্য কার্যত আমাদের সেই দাবিতেই সিলমোহর দিল।