কলকাতা : ৭ মার্চ বালিগঞ্জ-আসানসোলে ভোট করাতে চায় নির্বাচন কমিশন (Election Commission)। সরস্বতী পুজোর (Saraswati Puja) পরেই ২টি কেন্দ্রে উপনির্বাচনের (By-Election) বিজ্ঞপ্তির সম্ভাবনা। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ (Ballygunj) বিধানসভা কেন্দ্রে ও বাবুল সুপ্রিয়র ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গেই বাংলায় জোড়া উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।


গত ৪ নভেম্বর প্রায়ত হন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ৭৫ বছর বয়স হয়েছিল তাঁর। এসএসকেএম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ম্যাসিভ কার্ডয়াক অ্যারেস্টের পর মৃত্যু হয় তাঁর। বাড়ি ফেরার কথা ছিল। তার আগে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের শৌচাগারে যান তিনি। এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পঞ্চায়েতমন্ত্রীর (Panchayet Minister) অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কার্ডিওলজির আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister)। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসকেএমে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas), নির্মল মাজি (Nirmal Maji)-রা। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরেও অবস্থার অবনতি হয় তাঁর। একসপ্তাহ ধরে ICCU-তে কাটানোর পরে শেষ হয় জীবনের সঙ্গে লড়াই। সকলকে চির বিদায় জানান বঙ্গ রাজনীতির চিরসবুজ ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।


আরও পড়ুন ; সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়


অন্যদিকে, গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ। গত ৩১ জুলাই সোশাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন। সেইমতো সাংসদপদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোল কেন্দ্রের সাংসদপদ থেকে ইস্তফাপত্র দেন তিনি।


২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন। ২০১৯ সালে ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ বাবুলের। কিন্তু চলতি বছর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। 'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে' বলে ফেসবুকে বার্তা দেন। পরে অবশ্য বলেন একটাই দলকে ভালোবাসি, সেটা বিজেপি। গত ৩১ জুলাই সোশাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন।