রানা দাস, পশ্চিম বর্ধমান:  বর্ধমান স্টেশনে ( Burdwan ) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, বর্ধমান-হাওড়া ( Howrah ) কর্ড ও মেন লাইনে দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।


কখন সমস্যা 
রেল সূত্রে খবর, ভোর ৫টা ৫৫ থেকে সকাল ৭টা ৭ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক হওয়ায় বর্ধমান স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়।


এই ঘটনায় আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দেড়ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।                                                                                                                                                                                                                                               


আরও খবর : 


 ‘১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার


আজকের শিরোনাম 


 


সস্ত্রীক রাশিদ খানের পর এবার নিমতায় অভিনেতা দম্পতি জিতু কমল-নবনীতা দাসকে হুমকি-হেনস্থার অভিযোগ। 


পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জিতু কমল-নবনীতার। দেরি হয়নি এফআইআরে, গ্রেফতার ২, জানাল পুলিশ।


পুলিশের সামনেই হুমকি! নিমতা থানার এক এএসআইয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অভিনেতা দম্পতির। বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা, জানাল পুলিশ। 


সস্ত্রীক উস্তাদ রাশিদ খানকে পুলিশি হেনস্থার অভিযোগ। বিভাগীয় তদন্ত শুরু পুলিশের। রাশিদ খানকে ফোন CP-র। বাড়ি গিয়ে জয়িতা বসু খানের সঙ্গে কথা পুলিশের। 


রাতের কলকাতায় নাকা তল্লাশিতে আরও কড়াকড়ি। সিসি ক্যামেরা থাকা জায়গায় নাকা পয়েন্ট। পুলিশকে ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক, নির্দেশিকা লালবাজারের।


মোদির রাজ্যে রেকর্ড বিজেপির। তিন দশক ক্ষমতা ধরে রাখল পদ্ম ব্রিগেড। জয় ৮০ শতাংশের বেশি আসনে। গুজরাতের ইতিহাসে সবচেয়ে শোচনীয় ফল কংগ্রেসের।


 মোদি-ভূমে বিজেপি ম্যাজিক। রেকর্ড গড়ে ফের মসনদে। কর্মীরাই চ্যাম্পিয়ন, গুজরাতবাসীকে ধন্যবাদ মোদির। জনতার রায় মাথা পেতে নিলাম, ট্যুইট রাহুলের।


পরপর সাতবার। গুজরাতে ঐতিহাসিক জয় বিজেপির। ছুঁল বাংলায় বামেদের রেকর্ড। উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর মিলবে কয়েক মাস পরেই।