সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ফের হাতির (elephant attack) হানায় মৃত্যু জঙ্গলমহলে। আজ সকালে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মুড়াকাটায় ঘটনাটি ঘটে। মৃতার নাম শিলা ঘোড়ই। বয়স ৬০ বছর।


কী ঘটেছিল? 
মৃতার ছেলের দাবি, মা আজ ভোরে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেই সময়ই হাতির সামনে পড়ে যান। তখনই গুরুতর জখম হন শিলা। সকালে তাঁকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়। একটু পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।    

বার বার মর্মান্তিক মৃত্যু...
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জে গত অক্টোবরেই হাতির হানায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, ২টি হাতি দুধ পাথরি গ্রামে ঢুকে পড়ে। তার মধ্যে ছিল রামলাল নামে শান্ত স্বভাবের বিশালদেহী একটি হাতি। গ্রামবাসীরা খেদানোর জন্য বাঁশ, লাঠি নিয়ে তাড়া করে ওই হাতিটিকে।  গ্রামবাসীরা উত্যক্ত করায় হাতিটি আচমকা ঘুরে দাঁড়ায়। সে সময় সামনে পড়ে যান গ্রামের বাসিন্দা মাধব মল্ল। হাতিটি শুঁড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। ঘটনার দিন সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে প্রবেশ করেছিল বিশাল দেহি হাতি রামলাল। বিশাল এই দাঁতাল হাতিটি শান্ত স্বভাবের বলেই পরিচিত। সে  নিয়েই গ্রামে প্রবেশ করার পর বহু কৌতুহলীরা তাকে নিয়ে লেজ টেনে উত্তপ্ত করছিল। দীর্ঘক্ষণ এমন চলার পর উত্তেজিত হাতিটি হঠাৎ বাঁক নিয়েই পেছনে থাকা এক বৃদ্ধকে আছড়ে মারল সকলের সামনে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৫৫-র মাধব মল্ল নামে ওই বৃদ্ধের। বিশালদেহি এই হাতিটি বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড় গ্রামের জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে। শান্ত স্বভাবের দাঁতাল এই হাতির নাম জঙ্গলমহলের বাসিন্দারা দিয়েছেন "রামলাল"। দল বিচ্ছিন্ন এই হাতিটি যখন তখন বিভিন্ন এলাকাতে প্রবেশ করে খাবারের খোঁজে। দল বিচ্ছিন্ন এই হাতিটি শান্ত স্বভাবের হওয়ায় তাকে উত্তপ্ত করতে কম করেননি কেউই। মৃতের ছেলে অশ্বিনী মল্ল জানান, তার বাবা একটি দোকানে বিড়ি কিনতে যাচ্ছিলেন। তখনই ওই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই হাতির হামলার মৃত্যুর ঘটনায় সরকারি চাকরির জন্য আবেদন করেছে মৃতের পরিবার। এবং বন দফতরের তরফে ৭৫ শতাংশ  ক্ষতিপূরণের দ্রত তোড়জোড় করা হচ্ছে।


আরও পড়ুন:'আমার নাম সাভারকর নয়...', কেন্দ্রকে বার্তা রাহুলের