কলকাতা : মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অপর্ণা সেন (Aparna Sen)। পাশাপাশি নির্বাচন না হওয়ার ইস্যুতে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। অবিলম্বে ছাত্র-ভোট সহ একাধিক দাবিতে, ভুখা পেটে অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতা মেডিক্যালের ৬ পড়ুয়া। একাধিকবার বৈঠকের সম্ভাবনা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন একাধিক বিশিষ্টরা।
'তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা'
ডাক্তারি পড়ুয়াদের সেই আন্দোলনে সমর্থন জানিয়ে এবার রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি লিখেছেন, 'মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক', আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি, ট্যুইটারে পোস্ট অপর্ণা সেনের। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি, প্রতিক্রিয়া চলচ্চিত্র পরিচালকের।
এর আগে একই ইস্যুতে রাজ্যের শাসকদলের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। তিনি বলেছিলেন, বর্তমান যে শাসকদল, তৃণমূল কংগ্রেস, তারা বলেছিল যে ২২ ডিসেম্বর, কলেজ অথরিটিও বলেছিল ২২ ডিসেম্বর একটা ইলেকশন হবে মেডিক্যাল কলেজে। নিজস্ব অ্যাসেসমেন্টে ওরা বুঝতে পারেন যে এই ২২ ডিসেম্বর ইলেকশনটা হলে তৃণমূলের ছাত্র সংগঠন জিততে পারবে না। তারপরে তারা সেই কথা থেকে সরে আসে। আপাতত তারা ইলেকশন হতে দিচ্ছে না। যেটা আমরা সবাই জানি ভীষণ অগণতান্ত্রিক একটা কাজ।
অনড় আন্দোলনকারীরা
২২ ডিসেম্বর ছাত্র ভোট চেয়ে অনশনকারীরা অনড়। তাঁদের সমর্থনে সরব বিশিষ্টরা। তবু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছুতেই জট কাটছে না কলকাতা মেডিক্যাল কলেজে। এই পরিস্থিতিতে অনশনকারী ডাক্তারি পড়ুয়াদের অভিভাবকরাও এদিন প্রতীকী অনশনে বসেন। কলকাতা মেডিক্য়ালের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে ১২ ঘণ্টার অবস্থান কর্মসূচি নেন তাঁরা।
এখনও ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তারা স্বাস্থ্য দফতরের নির্দেশের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য দফতর।
এরই মধ্যে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত পড়ুয়ারা । সোমবার, ঋতম মুখোপাধ্যায় নামে অনশনরত এক পড়ুয়াকে ভর্তি করতে হয়, হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে (CCU)। সোমবার থেকে নতুন করে অনশন কর্মসূচি শুরু করেছেন আরও ২ পড়ুয়া। এদিকে, আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিনের মিছিলে অংশ নেয় একাধিক সংগঠন ।
আরও পড়ুন- অনশনের ১৬৭ ঘণ্টা পার, এবার পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে অভিভাবকরাও