সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশিকাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল ইডি। পিটিশনে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সাউথ ও সিবিআইকে পক্ষ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

Continues below advertisement

লাউডন স্ট্রিটে আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভে আইপ্য়াকের অফিসে ED-র অভিযান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির মধ্য়েই মুখ্য়মন্ত্রীর সেখানে ঢুকে পড়া... ফ্ল্য়াট থেকে ফাইল, ল্যাপটপ এবং নথি নিয়ে বেরিয়ে আসা...হাইকোর্টের পিটিশনে, মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে ED-র বিস্ফোরক অভিযোগ...পাল্টা ED-র বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তথ্য় চুরির অভিযোগে এফআইআর দায়ের করা... আর এসবের মধ্যেই বৃহস্পতিবারের তুলকালামকাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে।

সোমবার এই ঘটনায় জোড়া মামলা দায়ের করল ED। একটি মামলা দায়ের করেছে ED। অপর মামলাটি দায়ের করেছেন বৃহস্পতিবার তল্লাশির সময় উপস্থিত থাকা ED-র তিন অফিসার নিশান্ত কুমার, বিক্রম অহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দুটি মামলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ পুলিশ কর্তাদের পক্ষ করা হয়েছে। সুপ্রিম কোর্টে জোড়া মামলায় প্রথমেই নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মামলায় দু'নম্বর পক্ষ হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরেই নাম রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। ED-র মামলায় পরবর্তী নাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পিটিশনে ৫ নম্বর পক্ষ করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও জোড়া মামলায় পক্ষ করেছে ED। 

Continues below advertisement

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি, ED সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দফতর, পুলিশ দফতরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান।" পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, "মুখ্যমন্ত্রীকে রক্ষা করার, তাঁকে দেখার সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন, সেখানে নিশ্চয়ই যাবেন যাঁরা রাজ্যের আধিকারিক আছেন। তাঁরা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনেরই দায়িত্ব।" 

সুপ্রিম কোর্টে দায়ের দেড়শো পাতারও বেশি পিটিশনে ঘটনার দিনের যাবতীয় বর্ণনা-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে ED ! বৃহস্পতিবারের ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানা ও সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মোট তিনটে FIR দায়ের করা হয়েছে। পিটিশনে ED-র দাবি, ভয় দেখাতেই তাঁদের অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। 

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ন্যাকামি হচ্ছে ? যে ইডি-সিবিআই ঠিক ভোটের সময় সক্রিয় হয়, সেটা আবার তদন্তকারী নাকি। সে তো দিল্লির বিজেপির দালাল। ঠিক ভোটের আগে লম্ফঝম্প হল। ভোট শেষ, খেল খতম। পয়সা হজম। এটা ভোটের জন্য করছে, তদন্তের জন্য করেনি।"