সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষ, কলকাতা : শুভেন্দু অধিকারীর- (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার কেন্দ্রীয় এজেন্সিকে (Central Agency) ব্যবহারের অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যা শুনে বিজেপির (BJP) কটাক্ষ, নিজের দর বাড়াতেই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন বালিগঞ্জের (Ballygunge BY Election) তৃণমূল (TMC) প্রার্থী।
বাবুল সুপ্রিয়র নিশানা শুভেন্দু অধিকারীকে
দিন কয়েক আগে যে ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভার (Assembly) বাজেট অধিবেশন। এবার ভোটপ্রচারে সেই ইস্যুতেই শান দিলেন বাবুল সুপ্রিয়। ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা মন্ত্রী। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Ballygunge Assembly By Election) তৃণমূলের প্রার্থী বাবুল বলেছেন, 'শুভেন্দু তো বিধায়কদেরও ভয় পাওয়াচ্ছে সিবিআই রেড হবে, আইটি রেড হবে, উনি হাত ধুয়ে অমিত শাহর কাছে পড়ে রয়েছেন যাতে আমার বিরুদ্ধে সিবিআই, ইডি, আইটি করা যায়।'
ঠিক কি অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে
বিধানসভা ভোটে বিজেপির হয়ে জিতলেও পরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন। তাঁদের দাবি, বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁদের বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন! সেইসঙ্গে প্রাণে মারার হুঁশিয়ারিও দিয়েছেন! যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিজেপি।
এই পরিস্থিতিতে ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের উঠল কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ। ফের তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। বাবুলের খোঁচা, 'আমার রিপোর্ট কার্ড তো সবদিক দিয়ে ভাল, সাদা জামা পরে ঢুকেছি, সাদা জামা পরে বেরিয়েছি, এবার হয়তো সিবিআই-ইডি পাঠাবে।' নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ উল্লেখ করে বাবুলের খোঁচা, বিজেপিতেই গেলেই সবাই শুদ্ধ হয়ে যায়।