কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বাম আমলের (Recruitment Scam Of Left Era) নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পুততুন্ড (Samir Putatundu)। পাশাপাশি সোমবার এই ইস্য়ুতে মুখ খুলেছেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষও (Ex Minister Bankim Ghosh)। বাম আমলে দুর্নীতি হত বলে দাবি করেছেন, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা।
প্রেক্ষাপট...
বাম আমলের নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলে কার্যত বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা এবং বর্তমানে পিডিএসের রাজ্য় সহ সভাপতি সমীর পুততুন্ড। আর একই দিনে, এই ইস্য়ুতে মুখ খুলেছেন, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও! তিনি বলেন, 'আমাদের সময়ে দুর্নীতি ছিল না, বলব না। স্বাধীনতার পর থেকেই দুর্নীতি হত, তবে এই লেভেলে ছিল না। এখানে সরকার নিজে জড়িত। সেই সময়ে দুর্নীতি করলে শাস্তি হত। পঞ্চায়েত দফতরে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছিল। ৬-৭ জনের জেল অবধি হয়েছিল।' ২০০১ থেকে ২০১১ অবধি সিপিএমের বিধায়ক বঙ্কিম ঘোষ। গ্রন্থাগার এবং পঞ্চায়েতের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। দলবদলের পর বাম জমানা নিয়ে মুখ খুললেও, সুজন চক্রবর্তীর পাশেই দাঁড়িয়েছেন বঙ্কিম ঘোষ। বলেন, 'সুজন চক্রবর্তীকে চিনি। তিনি এভাবে পরিবারের চাকরি করিয়ে দিচ্ছে, এটা বিশ্বাস করি না।' নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সামনে আসছে নতুন তথ্য়। কিন্তু, বাম আমল নিয়ে কি তদন্ত হবে? তাতে কী সামনে আসবে? সেটাই দেখার।
কী বলেছেন পিডিএস নেতা?
সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে,গত কয়েকদিন ধরেই লাগাতার প্রশ্ন তুলছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন একদা সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ও বর্তমানে পিডিএস নেতা সমীর পুততুন্ড। তাঁর দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির জন্য়, তিনি নিজে সুপারিশ করেছিলেন! পিডিএস নেতা সমীর পুততুন্ডর কথায়, মিলির চাকরির সুপারিশ আমি করেছি। আমি দায়িত্বে ছিলাম। কারণ বিয়ে হবে, সংসার করবে। তাই চাকরির সুপারিশ। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই, বাম জমানায় চিরকুটে চাকরির দাবিতে সরব হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! এই চিঠি সামনে রেখে, সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে তেড়েফুঁড়ে ময়দানে নামে তৃণমূল। বৃহস্পতিবার তাদের ট্য়ুইটার হ্যান্ডেলে লেখা হয়, চাকরি কেলেঙ্কারি ফাঁস! প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী কখনও কোনও পরীক্ষায় পাস করেননি। কিন্তু, ৩৪ বছর ধরে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজ করেছেন।