West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারীর, অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করায় কড়া চিঠি
WB News Live Updates: সমস্ত জেলার প্রতি মুহূর্তের সব খবর দেখুন একনজরে।
মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় 'অভয়া' করে দেওয়ার হুমকির অভিযোগ! শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করেছেন তরুণী চিকিৎসক। এই নিয়ে নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে সুপারের দাবি, হয়তো কাজের চাপ নিতে পারছেন না, তাই এই সব বলছেন।
সদস্য় সংগ্রহ অভিযানে, বাংলায় ১ কোটির লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদার জানালেন, এখনও অবধি ৪০ লক্ষ সদস্য় সংগ্রহ হয়ে গেছে। ১০ই জানুয়ারির মধ্য়ে ৫০ লক্ষ পেরিয়ে যাবে। অর্থাৎ মেরেকেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য় বিজেপি। সদস্য় সংগ্রহ অভিযান নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বাড়ি থেকে বের হচ্ছে তেলের মত কালো তরল। বছর খানেক ধরে এমন ঘটনা ঘটছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC বিভাগ ও রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করায় কড়া চিঠি। মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ, পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দুর। ৫ পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ-রাজ্য সরকারের সমালোচনা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতার। বিএসএফের জন্য জমি অধিগ্রহণেও অসহযোগিতার অভিযোগ শুভেন্দুর।
হঠাৎ হাজরা রোডে পরপর গাড়ির উপর উপড়ে পড়ল গাছ। ভেঙে চুরমার ২টি গাড়ি। অল্পের জন্য ২টি গাড়ির ৫জনের রক্ষা। কীভাবে হঠাৎ পড়ল গাছ, এখনও ধোঁয়াশা।
খুনের আশঙ্কা করার পরেই বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বোমা। কঙ্কালীতলায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজি। আশঙ্কার কথা বলার পরদিনই কেষ্ট-ঘনিষ্ঠ মামন শেখের বাড়িতে বোমা। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকির অভিযোগ। তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ। ২ তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ শাসক দলের উপপ্রধানের। পঞ্চায়েত অফিসে উপপ্রধানকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল অঞ্চল সভাপতির।
জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর। 'ভোট ব্যাঙ্কের রাজনীতিতে কার্পেট বিছিয়ে স্বাগত জানাচ্ছে রাজ্য সরকার', ব্যর্থতা ঢাকতে বিএসএফকে আক্রমণ, কটাক্ষ গিরিরাজ সিংহের।
জাল সার্টিফিকেটে পাসপোর্ট, হুগলি থেকে গ্রেফতার। সিঙ্গুর থেকে ২জনকে গ্রেফতার করল বর্ধমান পুলিশ। পাসপোর্টের জন্য আবেদন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাসের। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি পাকড়াও। জাল নথি দেওয়ার অভিযোগে ১৯ ডিসেম্বর গ্রেফতার রিঙ্কা দাস। গত ২৯ ডিসেম্বর বর্ধমান শহর থেকে গ্রেফতার স্বরূপ রায়। স্বরূপকে জেরা করেই সিঙ্গুরে গণেশ চক্রবর্তী-অনির্বাণ সামন্তের হদিশ। টাকা দিয়ে জাল সার্টিফিকেট, একের পর এক গ্রেফতার। ধৃত গণেশ চক্রবর্তী-অনির্বাণ সামন্তর ৫ দিনের পুলিশ হেফাজত।
মালদার পর এবার মুর্শিদাবাদে শ্যুটআউট। নওদায় চলল গুলি, গুরুতর আহত রিন্টু বিশ্বাস নামে এক যুবক। বুকে গুলি, নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। নওদায় তৃণমূলের জমায়েত কর্মসূচিতে আসছিলেন কর্মীরা। জমায়েতে বাস আটকে যাওয়া নিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা। তৃণমূলকর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসার মধ্যে হঠাৎ গুলি। গুলিবিদ্ধ হন রিন্টু বিশ্বাস নামে ২৬ বছরের যুবক।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত। গ্রেফতার পুলিশের প্রাক্তন SI। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন। এক বছর আগে অবসর নিয়েছেন আব্দুল হাই। গতকাল উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই তল্লাশিতে ধরা পড়ে আব্দুল হাই। ধৃত আব্দুল হাই ছিলেন ভেরিফিকেশন অফিসার, খবর পুলিশ সূত্রে। পুলিশ রেকর্ড খতিয়ে দেখার দায়িত্বে ছিলেন আব্দুল হাই, খবর সূত্রের। গত ৫ বছরে সাড়ে তিন হাজারের বেশি জাল পাসপোর্ট। অবসরের আগে ৫১টি পাসপোর্ট নথি ভেরিফিকেশন করেছিলেন আব্দুল হাই। দেখা গিয়েছে সবকটিরই ঠিকানা ভুয়ো, খবর সূত্রের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর্থিক লেনদেন হয়েছে, মিলেছে তারও প্রমাণ। আব্দুল হাইয়ের ইলেকট্রনিকস গ্যাজেটের ফরেন্সিক পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে আব্দুল হাইকে।
জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার। প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র, খবর সূত্রের।
দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী-বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতেই উত্তপ্ত বাদানুবাদ, গালিগালাজ, হামলার অভিযোগ। নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। প্রতিবাদ করায় গাড়ি থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। তমলুকের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর। পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বাবুলের বিরুদ্ধে গালিগালাজ, হামলারও অভিযোগ তমলুকের বিজেপি সাংসদের। মন্ত্রী-বিজেপি সাংসদের সংঘাতে দীর্ঘক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে যানজট। রাত ৯টা নাগাদ হাওড়ার দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় সংঘাত। একই সময়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।
ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১। পুণে থেকে NIA-র হাতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি হয়েছিল। এর আগে এই মামলায় নবকুমার মণ্ডল ও শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ১ মে, ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্ত করছে NIA।
পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের জামিন। ৯ অক্টোবর, ২০১৯: দলীয় কার্যালয়েই খুন তৃণমূল নেতা কুরবান আলি। সুপ্রিম কোর্টে অভিযুক্ত আনিসুর রহমানের জামিন। ৫ বছর জেল খাটার পরে সুপ্রিম কোর্টে আনিসুর রহমানের জামিন।
অসম দিয়েও বাংলায় ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের ভিড়ে মিশে এপারে ঢুকছে জঙ্গিরা। অনুপ্রবেশের পর শ্রমিকের আড়ালে শুরু জঙ্গি কার্যকলাপ। ধৃত ABT জঙ্গিদের জেরা করে জানতে পেরেছে অসম পুলিশ, খবর সূত্রের। ধৃত ABT জঙ্গিদের জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ, খবর STF সূত্র।
আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ। দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের। কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।
ফের রাজ্য সরকারের SRDA-এর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন অনুব্রত মণ্ডলের। স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সিতে পদে ফিরলেন অনুব্রত। ২ বছর জেল বন্দি থাকলেও ওই পদে এর মধ্যে অন্য কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে কোন পদাধিকার বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই বিতর্কের অবসান। ‘আমার অনুপস্থিতিতে কেউ ওই পদে বসেছিল বলে জানা নেই'। 'আমিই ছিলাম, আমিই আছি', বলেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।
ফের তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ময়নাগুড়িতে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক পাপন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা, উঠেছে এমনই গুরুতর অভিযোগ। ময়নাগুড়ি থানায় বারবার জানিয়েও কাজ হয়নি বলে দাবি। পুলিশ সুপারের দ্বারস্থ ময়নাগুড়ির ব্যবসায়ী ললিত সরকার। সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা।
নতুন প্রজন্মকে ফিরহাদের বার্তা, পাল্টা কটাক্ষ হুমায়ুন কবীরের। 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান'। 'নতুন প্রজন্মের লোকেরা ওদের দেখেই তো শিখবে, সেই পথ অনুসরণ করবে'। 'আমরা দেখতে পাই না যে, ফিরহাদ হাকিম আমাদের ট্রেনিং করান বা সাজেশন দেন', ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
পুরসভার চেয়ারম্যানকে মারতেই মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার? তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরেই চাঞ্চল্যকর অভিযোগ পুরপ্রধানের। 'পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিহিংসাতেই হামলার ছক', বিস্ফোরণে আহতের তৃণমূল যোগ সামনে আসতেই দাবি পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের।
২দিন পার, তৃণমূল নেতা খুনে এখনও অধরা মূল চক্রী। ধৃত অমিত-অভিজিতের ১৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। তদন্তের জন্য ফরেন্সিক টিমের আবেদন পুলিশের, মঞ্জুর কোর্টের।
মালদায় তাড়া করে তৃণমূল নেতাকে খুনে এখনও রহস্য। কেন খুন? মাস্টারমাইন্ড কে? ৫জনের গ্রেফতারির পরেও রহস্য। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও ২জন গ্রেফতার। দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা তৃণমূল নেতা, ২দিন পরেও ধোঁয়াশা। তৃণমূল নেতার বাড়ির কাছেই ধৃত অমিত রজকের বাড়ি
আরেক অভিযুক্ত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারে। ধৃতরা আততায়ীদের থাকা, বাইকের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ। 'হামলার পরে কীভাবে চম্পট, তাও ঠিক করে দিয়েছিল অভিজিৎ-অমিত', খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটেও সাহায্য করেছিল ২জন, দাবি পুলিশের। কিন্তু কেন খুন? নেপথ্যে কার হাত? গোষ্ঠীদ্বন্দ্ব হলে, কাদের সঙ্গে? মালদায় বাড়ির কাছেই তৃণমূলকে নেতাকে তাড়া করে খুনে এখনও রহস্য।
প্রেক্ষাপট
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার জালে পুলিশের প্রাক্তন SI. উত্তর ২৪ পরগনা থেকে ধৃত পুলিশের পাসপোর্ট সেকশনের প্রাক্তন কর্মী। মনোজ-সমরেশের চক্রের সঙ্গে ছিল যোগ, দাবি পুলিশের।
কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? মাথাপিছু ২৫ হাজার নিয়ে ৫২ জনকে জাল নথিতে পাসপোর্ট বানিয়ে দিয়েছে আব্দুল, খবর সূ্ত্রের।
মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারি বেড়ে ৫। আরও ২ স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করল মালদা পুলিশ। দু দিন কেটে গেলেও এখনও অধরা মূল চক্রী। মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ।
ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১। ধৃত মোহন মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আগেই ধৃতের বিরুদ্ধে জারি হয়েছিল জামিন অযোগ্য পরোয়ানা।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই। অনুমোদন পাওয়ার পর কপি জমা আদালতে। চার্জগঠনের দিকে এগোল সিবিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -