তুহিন অধিকারী, বাঁকুড়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের রাখা হয়েছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের রামানন্দ কলেজে। এর জন্য কলেজের সেমেস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিল কর্তৃপক্ষ। আজ ইন্দাসের কর্মসূচি সেরে, বিষ্ণুপুরে রাত্রিবাস করবেন অভিষেক। তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে রামানন্দ কলেজে।                           

  


বাঁকুড়ার কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক: গতকাল কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে আজ ও আগামীকাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা স্থগিত রাখার কথা জানায়। পরিবর্তে ২৪ মে, পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রামানন্দ কলেজের অধ্যক্ষা জানিয়েছেন, পুলিশ কর্মীদের রাখা ছাড়াও, আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বন‍্ধে পড়ুয়াদের যাতায়াতের অসুবিধার কথাও ভাবা হয়েছে।                                                   


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির জেরেই কি পিছিয়ে গেল কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা? বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজ কর্তৃপক্ষের এক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছ বিতর্ক। দু'দিন স্থগিত থাকার পর সোমবার বাঁকুড়া থেকে ফের শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। ইন্দাসের কর্মসূচির পর এদিন বিষ্ণুপুরে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় রামানন্দ কলেজে। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, সোম ও মঙ্গলবার স্নাতক স্তরের দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট স্থগিত রাখা হয়েছে।সেই পরীক্ষা নেওয়া হবে বুধবার। এই ঘটনা সামনে আসতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের কর্মসূচির কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হবে? ওই কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই বলেন, “২২-২৩ তারিখ পর্যন্ত পুলিশ থাকবে তাই। মিটিংয়ের জন্য অনেকে আসতে পারবে না। এটা তো কলেজের নিজেদের বিষয়। তাই পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত।’’ বিষ্ণুপুরের SDPO জানিয়েছেন, কলেজের পরীক্ষা আছে, সেটা তাঁকে জানানো হয়নি। জানানো হলে তিনি অন্য জায়গায় পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা করা হত।


আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?