ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: কাটমানি চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আর সেই অডিও ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকী টাকা না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই তৃণমূলের অঞ্চল সভাপতি আজিফুল ইসলাম এবং তৃণমূল কর্মী আকবর আলি ওরফে লালবাবুর বিরুদ্ধে।
পঞ্চায়েতের কাজে কাটমানি তোলার অভিযোগ জানিয়ে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থও হয়েছে অভিযোগকারীরা। একই ভাবে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ, তোলা তুলেই তো তৃণমূল দলটি চলছে।
গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় দলের প্রাক্তন অঞ্চল সভাপতি আকবর আলমের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়ে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের একাংশ। আকবরকে প্রথমে অঞ্চল সভাপতি পদ থেকে সরানো হয় এবং পরে দল থেকে বহিষ্কার করা হয়। তবে তাতে যে অভিযোগ থামেনি এই ঘটনায় তা ফের প্রমাণিত হল বলেই দাবি করছেন দলেরই অনেকে।
একটি অডিও ( অডিও-টির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ) প্রকাশ করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, অডিও-টিতে আজিজুল দলের এক কর্মীকে গাঁজার কেস দেওয়ার হুমকি দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আর একটি অডিও-তে টাকা না দিলে দল চলবে না বলে অঞ্চল সভাপতি দাবি করেছেন বলে শোনা গিয়েছে। যদিও অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, “আমার কথা নয়। এটা মিথ্যা অভিযোগ।
পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, আজিফুল ইসলাম পঞ্চায়েতের ঠিকাদারদের কাছে টাকা চাইছেন। ঠিকাদারেরা টাকা না দিতে চাইলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এই বিষয়ে প্রশ্ন করা হলে রামপুরহাটের বিধায়ক তথা জেলার কোর কমিটির চেয়ারম্যান আশিষ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে৷
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NIA Raid: শহর থেকে জেলা, মাওবাদী সংক্রান্ত মামলায় অভিযানে NIA