Dilip Ghosh: জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা? বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বিস্ফোরক দিলীপ ঘোষ

'সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন'। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না'।

Continues below advertisement

কলকাতা: 'জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো?'  বন্দে ভারত এক্সপ্রেসের ওপর দ্বিতীয় হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন'। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না'।

Continues below advertisement

মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 

যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই, গতকাল মালদায় আক্রান্ত হল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হল পাথর। ভাঙল C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা। 

বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে। আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। পাল্টা তদন্তের দাবি কুণাল ঘোষের। বন্দে ভারত এক্সপ্রেসের উপর এই হামলা বাংলার জন্য লজ্জা, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

মালদায় বন্দে ভারতে পাথরবৃষ্টির ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষকৃতীদের বিরুদ্ধে RPF-এর কাছে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করল নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল। জয় শ্রীরাম স্লোগানের বদলা নয় তো? সন্দেহ শুভেনদুর, এনআইএ তদন্ত দাবি। বাংলাকে বদনাম করতেই পরিকল্পিত চিত্রনাট্য, পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। 

Continues below advertisement
Sponsored Links by Taboola