TET 2022: প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022) অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। পরিচালনায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যজুড়ে ১৪৫৩ কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধের জন্য অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের মাধ্যমে। রবিবার রাস্তাঘাটে পরিষেবা সাবলীল রাখার জন্য এবং পরীক্ষার্থীরা যাতে কোনও রকম সমস্যায় না পড়েন তার জন্য খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই রবিবার চলবে লোকাল ট্রেন। এর পাশাপাশি রবিবার পরীক্ষার আগে অতিরিক্ত ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 


 






টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে



  • পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)

  • পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে। 

  • পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। 


আগামী ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 


আরও পড়ুন- 'NOC দিতে বেসরকারি কলেজ প্রতি ৬-৮ লক্ষ টাকা নিয়েছেন পার্থ', নিয়োগ 'দুর্নীতি'-র চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডি-র