অমিত ভাটিয়া, মুম্বই : মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র (Sanjay Mishra) এবং নীনা গুপ্তার (Neena Gupta) বহু প্রতীক্ষিত ছবি 'বধ' (Vadh)। হত্যা এবং বধের মধ্যে পার্থক্য কোথায়? আপনার মনে হতে পারে, দুটোই তো এক। কিন্তু আসলে তা নয়। সঞ্জয় - নীনার ছবি 'বধ' এর মধ্যে পার্থক্য বোঝায়। এটি একটি অসাধারণ ছবি যা দর্শককে জায়গা ছেড়ে উঠতে দেবে না। টানটান উত্তেজনায় পরিপূর্ণ ছবি 'বধ' দর্শকদের মনে থেকে যাবে।


'বধ' ছবির প্রেক্ষাপট-


শম্ভুনাথ মিশ্র ওরফে সঞ্জয় মিশ্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। যিনি গোয়ালিয়রে স্ত্রী মঞ্জুর সঙ্গে থাকে। তাঁদের একমাত্র সন্তান থাকে বিদেশে। বাবা-মায়ের সঙ্গে কথা বলার মতো সময় নেই তার কাছে। শম্ভুনাথ মিশ্র ঋণ নিয়েছিল যে ব্যক্তির কাছ থেকে, তার সঙ্গে সমস্যা হতে শুরু করে। আর একদিন ওই ব্যক্তি খুন হয়ে যায় শম্ভুনাথের হাতে। পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনার বিবরণ দেয় সে। কিন্তু তারপরও সে ধরা পড়ে না। ছবির গল্পের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা। এমন কিছু ঘটনা ঘটতে থাকে তারপর থেকে যা দর্শকদের পরতে পরতে চমক দেবে। ছবির গল্পই এমন। পাশাপাশি বৃদ্ধ দম্পতি, যাদের সঙ্গে সন্তানদের যোগাযোগ নেই, সেই পরিস্থিতির যন্ত্রণাও অনুভব করবেন দর্শকেরা। ছবির গল্পের সঙ্গে অনেক বৃদ্ধ দম্পতি নিজেদের মেলাতে পারবেন।


আরও পড়ুন: 


'বধ' ছবিতে অসাধারণ অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র। একজন বৃদ্ধ মানুষ, যে কিনা দুষ্কৃতীদের সঙ্গে কথা বলতেই ভয় পায়, তার হাত দিয়েই খুন হয়ে গিয়েছে। সঞ্জয় মিশ্র এই চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মানানসই অভিনয় করেছেন। সন্তানের সঙ্গে বনিবনা না হওয়ার পরিস্থিতিও তাঁর অভিব্যক্তিতে এতটাই সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দর্শকদের মনে থেকে যাবে। খুনের পর তাঁর অভিব্যক্তিও ছিল এককথায় অসাধারণ। সম্ভাবত সঞ্জয় মিশ্রর কেরিয়ারের এটাই এখনও পর্যন্ত সবথেকে ভালো কাজ। অন্যদিকে, নীনা গুপ্তাও নিচের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সন্তান যোগাযোগ না রাখলেও মায়ের ভূমিকা কেমন হয়, তা তিনি যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। নেগেটিভ চরিত্রে সৌরভ সচদেবের অভিনয়ও যথার্থ। পুলিশ অফিসারের চরিত্রে মানব ভিজও সুন্দর অভিনয় করেছেন।


ছবির শুরুটা কিছুটা ধীর গতিতে হলেও পরবর্তী সময় থেকে গল্প অন্য দিকে মোড় নেবে। আর এই ছবির গল্পের একাধিক ট্যুইয়েছে। যা দর্শকদের জায়গা ছেড়ে উঠতে দেবে না। এই ছবির পরতে পরতে রয়েছে উত্তেজনা। যা দর্শকদের চমকের সামনেও দাঁড় করাবে। ছবির পরিচালকও খুব ভালো কাজ করেছেন। ছবির গল্পের বুননই এই ছবি মনে থেকে যাওয়ার মূল বিষয়। সব মিলিয়ে যাঁরা থ্রিলার ঘরানার ছবি দেখতে পছন্দ করেন, তাঁদের এই ছবি ভালো লাগবে।