মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: গতবছর বর্ষায় (Monsoon) ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার (Kanksa) চেক ড্যাম। তারওপর, এবার এখনও তেমন বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন বিষ্ণুপুর (Bishnupur), বিদবিহারের (Bidbihar) কৃষকরা (Farmers)। এই পরিস্থিতিতে, রাজ্যের কৃষি উপদেষ্টা ও দুর্গাপুর পূর্বের (Durgapur East) তৃণমূল বিধায়কের আশ্বাস, দ্রুত নতুন করে তৈরি করা হবে এই বাঁধ।


বাঁধ ভাঙায় চরম সমস্যায় কৃষকরা: দেড়কোটি টাকায় তৈরি হওয়ার পর ৫ বছর সুফল মিলেছিল। কিন্তু, গতবছর বর্ষায় ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার এই চেক ড্যাম। এ বছর এখনও অবধি তেমন বৃষ্টি হয়নি। তারওপর, কাঁকসার বিষ্ণুপুর, বিদবিহারের কৃষকদের ভরসা টুমনি নদীর উপর তৈরি এই বাঁধ ভেঙে পড়ায়, চরমে উঠেছে সমস্যা। গোটা জেলাজুড়েই শিল্পের চাষ। এখানকার কৃষির হাল ধরে রেখেছে একমাত্র কাঁকসাই। ধান, পাট থেকে সবজি চাষিদের দাবি, এখন জল না পেলে, পরে বেশি বৃষ্টি হলে ফসল এমনিতেই নষ্ট হয়ে যাবে।


পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার চাষি পবিত্র মজুমদার জানাচ্ছেন, “কেরোসিন তেলের যা দাম তাতে তেল খরচ করে পাম্প চালিয়ে করা সমস্যা। পাম্প চালাতে পারছি না।’’ ওই এলাকারই আরেক চাষি লক্ষ্মীনাথ গরাইয়ের কথায়, “ড্যামটা ভেঙে গেছে তাড়াতাড়ি প্রশাসন ব্যবস্থা নিলে ভাল হয়।’’ এই পরিস্থিতিতে, রাজ্যের কৃষি উপদেষ্টা ও দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়কের আশ্বাস, দ্রুত নতুন করে তৈরি করা হবে এই বাঁধ। দুর্গাপুর পূর্বের কৃষি উপদেষ্টা ও তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, “ভেঙে পড়েছিল। নতুন করে তৈরি করতে ৩ কোটি টাকা খরচ হবে। বেশি জল ধরবে। দ্রুত ছাড়পত্র আসবে। তারপরই কাজ শুরু হয়ে যাবে।’’ কবে প্রতিশ্রুতিপূরণ হবে? কবে মিটবে সমস্যা? সেদিকেই এখন তাকিয়ে বিষ্ণুপুর, বিদবিহারের চাষিরা।


আরও পড়ুন: Howrah News: জল খেতে গিয়ে বিপত্তি! স্কুলেই তড়িদাহত চতুর্থ শ্রেণির পড়ুয়া