সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচ হাসপাতালে (Garden Reach Hospital) অস্ত্রোপচারকাণ্ডে নতুন তথ্য। রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটির রিপোর্ট পেশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে,'চোখের অপারেশনের জন্য ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না।'
অস্ত্রোপচারকাণ্ডে নতুন তথ্য: রাজ্যের সরকারি হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ আসেন সেখানে চিকিৎসা করাতে। আর এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ। তদন্ত কমিটি জানাচ্ছে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করা হয়েছিল অপারেশনের সময়, তার গুণগত মান সঠিক ছিল না। ওই ওষুধ ও ফ্লুইড রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরবরাহ হয়েছিল। যে ব্যাচের ওষুধ সরবরাহ করা হয়েছিল, তার গুণমান পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করতে গার্ডেনরিচ হাসপাতালে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর যায় প্রতিনিধি দল।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে একটি তিন সদস্যের অনুসন্ধান দল ও পাঠানো হয়েছে গার্ডেনরিচ হাসপাতালে। স্বাস্থ্য ভবনের নির্দেশে এখনও বন্ধ রয়েছে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগের ওটি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কোন পথে রোগীদের শরীরে ঢুকলো সংক্রমণ, তা চূড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং চূড়ান্ত তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে না জমা পড়া পর্যন্ত বন্ধ থাকবে চোখের বিভাগের সব রকম কাজকর্ম।
গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার ও শনিবার ছানি অপারেশন করা হয় ২০ থেকে ২৫ জন রোগীর। তাঁদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকম সংক্রমণের সমস্যা দেখা দেয়। কেউ কেউ ছানি অপারেশনের পর দেখতেই পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। কীভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ হল, সেই কারণ খুঁজতে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-র বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। সেই কমিটিই বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর রিপোর্টে বলা হয়েছে, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সংক্রমণ ছড়িয়েছে। অস্ত্রোপচারের সময় চোখের ভেতরের স্তরে আবরণ তৈরি করতে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ।
সূত্রের খবর, রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-তে ভর্তি রয়েছেন ১৬ জন রোগী। বেশিরভাগ রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁদের চোখের সংক্রমণ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সংক্রমণ কমাতে কয়েকজনের অপারেশনও করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC MLA Oath: অবশেষে কাটল জট, শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত