ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ভুয়ো আধার কার্ড চক্রের তদন্তে নেমে এবার এক ম্য়ানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্য় পুলিশের STF। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন, ক্রমশ বাড়ছে ধসের প্রবণতা, দার্জিলিং, কালিম্পংয়ে ঝুঁকি কতটা ?
পোস্ট অফিসের কর্মীর পর এবার ম্য়ানেজমেন্ট পড়ুয়া। ভুয়ো আধার কার্ড তৈরি চক্রে ফের একজনকে গ্রেফতার করল রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম গিরিধারী রায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে উত্তর দিনাজপুরেরই কানকি সাব পোস্ট অফিসের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতের নাম বিধান মুর্মু। ডাকঘরের গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত ছিলেন তিনি।
রাজ্য পুলিশের STF সূত্রে দাবি, তাঁর আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে বীরভূম, কল্যাণী সহ একাধিক এলাকায় রমরমিয়ে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির কাজ। সেই ঘটনার সূত্র ধরেই এবার গিরিধারী রায় নামে এক ম্য়ানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্য় পুলিশের STF। পুলিশ সূত্রে দাবি, ভুয়ো আধার কার্ড চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
টাকা ফেললেই মিলছে নথি! রাজ্যের আনাচকানাচে কাঁড়ি কাঁড়ি উদ্ধার হচ্ছে নকল পরিচয়পত্র। কখনও বাংলাদেশের অঙ্কিতা পশ্চিমবঙ্গে এসে হয়েছেন চুমকি শিকদার! আবার কোথাও বাংলাদেশের নুরুল, ভারতে এসে নারায়ণ! এই নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, তখন রাজ্যের বুকে ফের প্রকাশ্যে এল জাল আধার কার্ড তৈরির চক্র।
সম্প্রতি ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে উত্তর দিনাজপুরের কানকি সাব পোস্ট অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। অন্যদিকে, মুর্শিদাবাদের লালগোলায় জাল নথি তৈরির অভিযোগে, ২ ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে উত্তর দিনাজপুরের কানকি সাব পোস্ট অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের STF।ধৃতের নাম বিধান মুর্মু।বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকায়।ডাকঘরের গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত ছিলেন তিনি।
রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি,কিছুদিন আগেই, জাল আধার কার্ড চক্রের হদিশ পাওয়া যায় এ রাজ্যে। সেই সূত্র ধরে বিধান মুর্মুর নাম উঠে আসে।জানা যায়, তাঁর আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে, বীরভূম, কল্যাণী সহ একাধিক এলাকায় রমরমিয়ে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির কাজ। অন্যদিকে,মুর্শিদাবাদের লালগোলা থেকে,আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক জাল নথিপত্র তৈরির অভিযোগে, ২ জনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ।