সমীরণ পাল, রাজীব চৌধুরী : মুর্শিদাবাদের সুতিতেও ভুয়ো আধার, প্যান কার্ড তৈরির চক্রের হদিশ মিলল এবার। ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে, যার মধ্যে একজন বেসরকারি ব্যাঙ্কের কর্মী। পুলিশ সূত্রে দাবি, আধার কার্ড তৈরির পোর্টালে লগ ইন করার জন্য আইডি পাসওয়ার্ডও জোগাড় করে ফেলেছিল তারা। ধৃত মনোজ কুমার মণ্ডল, ইসমাইল শেখ ও আকবর আলির কাছ থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রিন্টার ও একাধিক মোবাইল ফোন। ভুয়ো আধার, প্যান কার্ড তৈরির অভিযোগে ধৃত তিন জনকে ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। এই তিন ব্যক্তি কাদের জন্য ভুয়ো নথি তৈরি করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই খবর পুলিশ সূত্রে। 

বারাসাত থেকে ধৃত সমীর দাসের জাল নথির কারবার চলত ছোট্ট মুদির দোকানের আড়ালে 

ভুয়ো নথি তৈরির কারবারের জাল ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বারাসাত থেকে ধৃত সমীর দাসের নতুন কীর্তিকলাপও ফাঁস হয়েছে। ভুয়ো ভোটার কার্ড দিয়ে আসল আধার কার্ড বানাতো সে। তারপর সেই আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হতো সঠিক ভোটার কার্ডও। ছোট্ট মুদির দোকানের আড়ালেই চলত প্রতারণার ব্যবসা। 

বারাসাতের নবপল্লীতে রয়েছে সমীর দাসের মুদিখানার দোকান। আর এই দোকানের আড়ালেই চলত জাল নথির ব্যবসা। দোকানে ছিল ফটোকপির মেশিনও। আর সেখানেই ভিড় জমাতেন প্রচুর লোক। মুদিখানার দোকানের বদলে বেশি চলত ফটোকপির ব্যবসা। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে দ্রুত নথি ধরিয়ে দিতে একদম 'এক্সপার্ট' ছিলেন ধৃত সমীর দাস। সেই জন্য বাংলাদেশেও বেশ নামডাক হয়েছিল তাঁর। খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। 

স্থানীয়রা জানিয়েছেন, মুদিখানার ব্যবসা প্রথমে ভাল চললেও ইদানীং রমরমা ছিল ফটোকপির ব্যবসার। সেই সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাটের দালালিও করতেন সমীর দাস। বাড়িভাড়া দেখে দিয়েছেন অনেককেই। বাইরে থেকে প্রচুর লোক সমীর দাসের ফটোকপির দোকানে এসে ভিড় জমাতেন। 

বাংলাদেশ থেকে আসা নুরুল হক, এপারে এসে হয়েছিলেন নারায়ণ অধিকারী 

অন্যদিকে আবার ওপার বাংলা থেকে আসা নুরুল হক এপারে হয়ে গিয়েছেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছেন। ভুয়ো নথি দিয়ে তৈরি হয়ে গেছে ভোটার কার্ড, আধার কার্ডও। শেষমেশ দত্তপুকুর থেকে দুই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন- দত্তপুকুরের পর সোনারপুর, ফের গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী