মেদিনীপুর: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID। মেদিনীপুর মেডিক্যালে রয়েছে এই মুহূর্তে CID। কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? MSVP, PGT, RMO-সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ। 

কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? মার্চেই কর্ণাটকে নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন। তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে তার ব্যবহার? কেন এক প্রসূতির মৃত্যুর পরেও বাকিদের কলকাতায় আনতে এত দেরি? 

মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা। প্রসূতির মৃত্যু, 'বিষাক্ত' RL স্যালাইনের দোসর অতিরিক্ত অক্সিটোসিন? RL স্যালাইনের স্টেরিলাইজ না থাকাতেই বিপত্তি, অনুমান তদন্ত কমিটির। মেডিসিন বিভাগে রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি: সূত্র। প্রসূতির মৃত্যুতে RL স্যালাইনই দায়ী, উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

কেন প্রসূতিদের দেওয়া হয়েছিল অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন? অক্সিটোসিনও কি ছিল নিম্নমানের, তাই কি বাড়তি ডোজ? মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে বাড়ছে ক্রমশ বাড়ছে সন্দেহ। প্রোটোকল ভেঙে বাড়তি অক্সিটোসিন ব্যবহারেও সন্দেহ তদন্তকারীদের।এদিকে, রিঙ্গার ল্যাকটেটের ব্য়বহার অবশেষে বন্ধ হওয়ায়, চালু হয়েছে বিকল্প স্য়ালাইনের ব্য়াপার। নিজেদের পয়সা খরচ করে কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। কিন্তু প্রশ্ন হল, যে স্য়ালাইন নিয়ে মাসের পর মাস বিতর্ক, তার বিকল্প কেন এতদিন ধরে মজুত করেনি স্বাস্থ্য় দফতর।

বিষাক্ত স্য়ালাইন ব্য়বহারের ফলে রোগীমৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে। কিন্তু তারপরও কলকাতার বুকে একাধিক মেডিক্য়াল কলেজেও রমরমিয়ে তার ব্য়বহার চলছিল! এক প্রসূতির মৃত্য়ু এবং তিনজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য় দফতরের! এই স্য়ালাইন বন্ধ করতে নির্দেশিকা জারি করল তারা। রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য় স্য়ালাইনের ব্য়বহার! আর তারফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়-পরিজনদের, চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্য়ালাইন। 

আরও পড়ুন, কাঁথি সমবায় ভোটে ২ TMC বিধায়কের লড়াই, হুমকি অখিলের, 'বম্ব চার্জ করে দেব..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)