জয়ন্ত পাল, কলকাতা: আগে ছিল ৬০ টাকা, একলাফে সেটাই হয়েছে ১০০ টাকা। একেবারে ৪০ টাকা বেশি। যা নিয়ে বুধবার দিনভর উত্তপ্ত থেকেছে কলকাতা বিমানবন্দর চত্বর। অভিযোগ, বিমানবন্দর চত্বরে পার্কিংয়ের (Parking) দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা একলাফে ৪০ টাকা পার্কিং ফি বাড়িয়েছে। সেই কারণেই বুধবার বিক্ষোভ দেখিয়েছেন অ্যাপনির্ভর ক্যাবের (App Cab) চালকদের একাংশ। যদিও এই বিষয়ে সেই সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া দেয়নি।


কী অভিযোগ:
চালকদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই বাড়িয়ে দেওয়া হয়েছে বিমানবন্দরে (Kolkata Airport) বাণিজ্যিক গাড়ির পার্কিং ফি। যা নিয়েই বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় স্মারকলিপি দেওয়া হয় অ্যাপনির্ভর ক্যাবচালকদের সংগঠন অনলাইন ক্যাব অপারেটার্সের তরফে। সংগঠনের দাবি, প্রতিদিন কলকাতা বিমানবন্দরে প্রায় ৫ হাজার অ্যাপনির্ভর ক্যাব চলাচল করে। এই বর্ধিত ফি দিতে সবারই খুব সমস্যা হবে। 


ফি-এর লাফ:
অভিযোগ, আগে বিমানবন্দরে পার্কিং করলে ৬০ টাকা ফি (Parking Fee) দিতে হত। মঙ্গলবার থেকে হঠাত্‍ করে সেই ফি একলাফে ৪০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এখন সেই ফি ১০০ টাকা। চালকদের দাবি, কোনও অ্যাপনির্ভর সংস্থাই পার্কিং ফি বাবদ তাদের ভাড়া বাড়ায়নি। ফলে অতিরিক্ত পার্কিং ফি-র ৪০ টাকা চালকদের নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। দিনে একাধিকবার এটা করলে তাঁদের রোজগারে প্রবল ধাক্কা লাগবে বলে অভিযোগ। 


অনলাইন ক্যাব অপারেটার্সের সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতারাতি ১০০ টাকা করেছে। আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি। আমরা তো এই টাকা যাত্রীদের থেকে নিতে পারব না। না শুনলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।'


কলকাতা বিমানবন্দরে পার্কিংয়ের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। কেন এভাবে রাতারাতি পার্কিং ফি বাড়ানো হল, তা নিয়ে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।


আরও পড়ুন: রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি