West Bengal News: নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন, পকসো ধারায় মামলা
West Bengal News Update: কল্যাণী রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ।
ABP Ananda Last Updated: 07 Feb 2025 11:57 PM
প্রেক্ষাপট
কলকাতা: এগরা, দত্তপুকুরের পরে কল্যাণী, ফের বাজি কারখানায় বিস্ফোরণ। রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৪জনের মৃত্যু, আহত ১। বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃত্যু। বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাজি কারখানার গুদাম।কল্যাণী...More
কলকাতা: এগরা, দত্তপুকুরের পরে কল্যাণী, ফের বাজি কারখানায় বিস্ফোরণ। রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৪জনের মৃত্যু, আহত ১। বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃত্যু। বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাজি কারখানার গুদাম।কল্যাণী রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ। বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ৪। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃ্ত্যু। বিস্ফোরণস্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার SP ও কল্যাণী থানার পুলিশ। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক। কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বেআইনি বাজি কারখানা? উঠছে প্রশ্ন।তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। প্রসঙ্গত, পরপর কয়েক বছর ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলা। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। ২০২৪-এর পয়লা নভেম্বর, আলোর উৎসবের মধ্যেই উলুবেড়িয়ায় মজুত বাজিতে বিস্ফোরণে ২শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। গতবছরের ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় ৩ জনের। ওই বছরই ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ।গত বছরের ২৮ ডিসেম্বর উৎসবের মরসুমে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঝলসে যান মহিলা-সহ ৩জন! গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে দাবি, বাজি কারখানার লাইসেন্স ছিল। তারপরও এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, তবে কি নিয়ম মানা হয়নি? মজুত বাজিতে বিস্ফোরণ নাকি বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল? অন্যদিকে, বিপর্যয়ের কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর অগ্নিকাণ্ড মহাকুম্ভে। আগুন লাগল মহাকুম্ভর সেক্টর ১৮ -তে । সেক্টর ১৮-র হরিহরানন্দ ক্যাম্পে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অন্যদিকে, টালিগঞ্জে শ্যুটিং নিয়ে অচলাবস্থা অব্যাহত। টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, ফ্লোরে নেই পরিচালকরা। সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের। শ্যুটিংয়ের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রীরা চলে আসেন। স্টুডিওয় চলে আসেন মেকআপ আর্টিস্টরাও।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Tollywood News: দৌত্যে অরূপ-ইন্দ্রনীল
টেকনিসিয়ান-পরিচালক সংঘাতে আজও প্রায় স্তব্ধ স্টুডিওপাড়া। স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণে ফেডারেশন। দৌত্যে অরূপ-ইন্দ্রনীল।