West Bengal News: নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন, পকসো ধারায় মামলা

West Bengal News Update: কল্যাণী রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ।

ABP Ananda Last Updated: 07 Feb 2025 11:57 PM
Tollywood News: দৌত্যে অরূপ-ইন্দ্রনীল

টেকনিসিয়ান-পরিচালক সংঘাতে আজও প্রায় স্তব্ধ স্টুডিওপাড়া। স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণে ফেডারেশন। দৌত্যে অরূপ-ইন্দ্রনীল।

Bankura News: মন্ত্রীকে ডেকে অপমান করার অভিযোগ উঠল বাঁকুড়ায়

মন্ত্রীকে ডেকে অপমান করার অভিযোগ উঠল বাঁকুড়ায়। নিমন্ত্রণ করে তাঁর আসার আগেই উদ্বোধন সেরে ফেলার অভিযোগ তুললেন খাদ্য় সরবারহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আর এই ঘটনাতেই প্রকাশ্য়ে এল তৃণমূলের কোন্দল।

RG Kar Update: ৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালে অভয়ার জন্মদিন পালন, স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ

৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালের মৃত মহিলা চিকিৎসকের জন্মদিন। ৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালে অভয়ার জন্মদিন পালন। স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ। আমন্ত্রণ জানাল চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্য সচিবকে যোগদানের জন্য আমন্ত্রণ। বিধাননগর কমিশনারেটে গিয়ে পুলিশ কমিশনারকে আমন্ত্রণ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ

Hooghly News Update: উস্তির পরে এবার ডানকুনি, ফের শ্যুটআউট

উস্তির পরে এবার ডানকুনি, ফের শ্যুটআউট! দিল্লি রোডের ধারে গুলি, আহত যুবক। ডানকুনির গ্র্যান্ড সিটির কাছে যুবকের বুকে গুলি।

Bangladesh Update: কড়া দিল্লি, চাপে ইউনূস?

মৌলবাদের তাণ্ডব, ভারত-বিরোধী হুঙ্কার। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা দিল্লির। চাপের মুখে প্রথমবার ইউনূসের আইনশৃঙ্খলা রক্ষার কথা।

Kolkata News: নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন, পকসো ধারায় মামলা

নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের। পকসো ধারায় মামলা। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৪ কিমি দূরে ঝোপে মিলল দেহ।

Tollywood Shooting Stop: টালিগঞ্জে শ্যুটিং নিয়ে সংঘাত, ফের বৈঠকে ডিরেক্টররা

টালিগঞ্জে শ্যুটিং নিয়ে সংঘাত, ফের বৈঠকে ডিরেক্টররা। পরিচালক-টেকনিসিনানদের সঙ্গে বৈঠকে অরূপ-ইন্দ্রনীল। টেকনিসিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, পাল্টা অভিযোগ। পাল্টা পরিচালকদের বিরুদ্ধেই স্বেচ্ছাচারিতার অভিযোগ ফেডারেশনের। কর্মবিরতির মধ্যেই ডিরেক্টর ছাড়া ২টি ধারাবাহিকের শ্যুটিং শুরু।

RG Kar Update: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট পড়ে দেখার সুযোগ পাবেন অভিযুক্তরা

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট পড়ে দেখার সুযোগ পাবেন অভিযুক্তরা। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলে সিবিআই দফতরে গিয়ে নথি যাচাই করতে পারবেন। নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ফলে, আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা কিছুটা বাড়ল।

RG Kar Update: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা আরও কিছুটা বাড়ল

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা আরও কিছুটা বাড়ল। 'অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলে সিবিআই দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন। যদি কোনও নথি অভিযুক্তরা না পেয়ে থাকেন বা অস্পষ্ট থাকে তাহলে সিবিআই তাদের সেটা দেবে', নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের

RG Kar News: ৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালে হবে অভয়ার জন্মদিন পালন

৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালের মৃত মহিলা চিকিৎসকের জন্মদিন। ৯ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যালে অভয়ার জন্মদিন পালন। স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ। আমন্ত্রণ জানাল চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্য সচিবকে যোগদানের জন্য আমন্ত্রণ। বিধাননগর কমিশনারেটে গিয়ে পুলিশ কমিশনারকে আমন্ত্রণ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ

Tollywood News: সন্ধে ৬টার বৈঠকেই কি খুলবে জট? শ্যুটিং শুরু হবে টলিপাড়ায়?

সম্মুখ সমরে টেকনিসিয়ান ও পরিচালক সংগঠন। টালিগঞ্জে বন্ধ শ্যুটিং। এবার ফ্লোরে নেই পরিচালকরা। টালিগঞ্জের স্টুডিওপাড়ায় সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের। শ্যুটিঙের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, অনেকেই স্টুডিওয় চলে আসেন। কিন্তু এখনও পর্যন্ত পরিচালকদের দেখা মেলেনি। পরিচালক সৃজিত রায়ের সেট অসমাপ্ত অবস্থায় ফেলে রাখাকে কেন্দ্র করে টেকনিসিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। অসহযোগিতার অভিযোগ তুলে শ্যুটিং ফ্লোরে না আসার সিদ্ধান্ত নেন পরিচালকরা। মুখ্যমন্ত্রীর কথাও মানছে না ফেডারেশন, অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার। যদিও এবিষয়ে এখনও মুখে কুলুপ ফেডারেশনের। 

RG Kar Issue: আর জি কর শুনানিতে ধাক্কা রাজ্যের

আর জি কর কাণ্ডে়র শুনানিতে ধাক্কা রাজ্যের।  মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণই করল না হাইকোর্ট।

Kolkata News: মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রী খুন!

মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রী খুন! নিউটাউনে অভিজাত বহুতলের পাশে নাবালিকার অর্ধনগ্ন দেহ। বাজারের কাছে ঝোপের মধ্যে দেহ, পাশে পড়ে পোশাক, ধস্তাধস্তির চিহ্ন
নিউটাউনের লোহার ব্রিজে ছাত্রী খুন, একাধিক যুক্ত থাকার আশঙ্কা।

Fire Cracker Factory Blast: এগরা, দত্তপুকুরের পরে কল্যাণী, ফের বাজি কারখানায় বিস্ফোরণ

এগরা, দত্তপুকুরের পরে কল্যাণী, ফের বাজি কারখানায় বিস্ফোরণ। রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৪জনের মৃত্যু, আহত ১। বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃত্যু। বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাজি কারখানার গুদাম

প্রেক্ষাপট

কলকাতা: এগরা, দত্তপুকুরের পরে কল্যাণী, ফের বাজি কারখানায় বিস্ফোরণ। রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৪জনের মৃত্যু, আহত ১। বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃত্যু। বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাজি কারখানার গুদাম।


কল্যাণী রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ। বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ৪। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ মহিলা-সহ ৪জনের মৃ্ত্যু। বিস্ফোরণস্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার  SP ও কল্যাণী থানার পুলিশ। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক। কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বেআইনি বাজি কারখানা? উঠছে প্রশ্ন।


তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। প্রসঙ্গত, পরপর কয়েক বছর ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলা। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। ২০২৪-এর পয়লা নভেম্বর, আলোর উৎসবের মধ্যেই উলুবেড়িয়ায় মজুত বাজিতে বিস্ফোরণে ২শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। গতবছরের ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় ৩ জনের। ওই বছরই ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ।


গত বছরের ২৮ ডিসেম্বর উৎসবের মরসুমে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঝলসে যান মহিলা-সহ ৩জন! গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে দাবি, বাজি কারখানার লাইসেন্স ছিল। তারপরও এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, তবে কি নিয়ম মানা হয়নি? মজুত বাজিতে বিস্ফোরণ নাকি বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল? 


অন্যদিকে, বিপর্যয়ের কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর অগ্নিকাণ্ড মহাকুম্ভে। আগুন লাগল মহাকুম্ভর সেক্টর ১৮ -তে । সেক্টর ১৮-র হরিহরানন্দ ক্যাম্পে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অন্যদিকে, টালিগঞ্জে শ্যুটিং নিয়ে অচলাবস্থা অব্যাহত। টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, ফ্লোরে নেই পরিচালকরা। সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের। শ্যুটিংয়ের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রীরা চলে আসেন। স্টুডিওয় চলে আসেন মেকআপ আর্টিস্টরাও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.