পার্থ প্রতিম ঘোষ ও হিন্দোল দে, কলকাতা: NRS হাসপাতালে আগুন আতঙ্ক। সকালে কার্ডিও বিভাগের ওটি-তে ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর নেই।                                                                               

  


সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক। সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে জানানো হয়েছে,  এটি ইলেকট্রিক্যাল স্মোক। গোটা ঘটনায় বিঘ্নিত হয়েছে পরিষেবা। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত শুরু করা যায়নি ওটির কাজ।                 


এদিকে রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল এশিয়ার বৃহত্তম, হওড়ার মঙ্গলাহাট। আবার পথে বসলেন হাজার হাজার ব্যবসায়ী।অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। কিন্তু কীভাবে আগুন লাগল মঙ্গলাহাটে? দুর্ঘটনা না কি চক্রান্ত?চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল।                                                                     

যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি,ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কী করে আগুন লেগেছে।বিজেপি অভিযোগ করেছে, তোলাবাজি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা। এর আগে ১৯৮৭ সালে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলাহাটে। তখনও ব্যবসায়ীরা ষড়যতন্ত্রের অভিযোগ তোলেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ।        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা, আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়