সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব ,উত্তর ২৪ পরগনা: মনোনয়ন বিতর্কে মুখ খুললেন সৌদি আরবের মক্কা থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে (Panchayat Election 2023) মনোনয়ন দাখিলকারী মোহারুদ্দিন গাজি। প্রস্তাবক ফর্ম জমা দিতে পারেন, এই নিয়মের কথা জানতেন। তাই ফর্মে সই করে দলীয় কর্মীদের হাতে দিয়ে গিয়েছিলেন, দাবি তৃণমূল প্রার্থীর।


মনোনয়ন বিতর্কে মুখ খুললেন তৃণমূল প্রার্থী: সৌদি আরবের মক্কায় বসে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মনোনয়ন।এসে গেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ও। কিন্তু, অভিযোগ সামনে আসতেই বাতিল হয় কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির মনোনয়ন। রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলেও দেওয়া এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।মিনাখাঁর বিডিওর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এক মাস পর বাড়ি ফিরে এই মনোনয়ন বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন দাখিলকারী মোহারুদ্দিন গাজি। তাঁর দাবি, প্রস্তাবক ফর্ম জমা দিতে পারেন এমন নিয়মের কথা জানতেন তিনি। তাই ফর্মে সই করে দলীয় কর্মীদের হাতে দিয়ে হজে গিয়েছিলেন।  মোহারুদ্দিন গাজি বলেন, “এটা একটা মানুষের ভুল ধারনা। কিছু কিছু মানুষ ভুল ভাবাচ্ছে। গ্রামে সবাই বসা হল। আমি মানুষের পাশে দাঁড়াই বলে মানুষ আমার নাম প্রস্তাব করে। আমাদের হজের ডেট হয়। আমার সাথীরা যাঁরা ছিলেন তাঁদের দায়িত্ব দিলাম। ৫ বছর আগে যে নির্বাচন হয়েছিল একটা ফর্ম ছিল সই করে দিয়ে যাই। একটা গাইডলাইন আমার জানা ছিল যে কোনও প্রস্তাবক এই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারেন। আমি তাই ফর্মে সই করে দিয়ে যাই। এ জন্য় আইন আছে। কেউ গিয়ে প্রতিবাদ করেছে। আইনে যা হবে আমি মেনে নিতে বাধ্য়। আইনের প্রতি আমার ভরসা আছে।’’

সিপিএমের দায়ের মামলায় পঞ্চায়েত ভোটের আগে সামনে আসে চাঞ্চল্য়কর অভিযোগ। হাইকোর্টে অভিবাসন দফতর জানায়, হজের জন্য় ৪ জুন ভারত ছাড়েন মোহারুদ্দিন গাজি। অথচ, ১২ জুন তাঁর মনোনয়ন জমা পড়ে ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিচারপতি অমৃতা সিন্হা মন্তব্য় করেছিলেন, জালিয়াতি করেই মনোনয়ন পত্র জমা দাখিল করেছিলেন মোহারুদ্দিন গাজি।হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনই জানায় রাজ্য় নির্বাচন কমিশন শেষ অবধি মোহারুদ্দিন গাজিকে নিয়ে জল কতদূর গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: Mamata Banerjee News: ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসায়ী, বাড়ি মেদিনীপুরে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধৃত কে এই নুর আমিন?