হিন্দোল দে, সুনীত হালদার, গড়িয়া, হাওড়া: সকাল সকাল গড়িয়ার জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোরবেলা এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। 


 ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন


স্থানীয় সূত্রে দাবি, ভোর সাড়ে পাঁচটা নাগাদ  গড়িয়ায় স্টেশনের কাছে  তেঁতুলবেড়িয়া এলাকায় আগুন লাগে। বাড়িতে কেউ থাকেন না বলেই খবর। বিধ্বংসী এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে নাকানিচোবানি খেতে হল দমকলকর্মীদের। বহুক্ষণ  আগুনের গ্রাসে চলে যাওয়া বাড়িটির ভিতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা। সকাল সাড়ে সাতটা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছায়।


স্পিকার তৈরির কারখানায় আগুন


স্থানীয় সূত্রে খবর, বাড়িতে কেউ থাকতেন না। স্পিকার তৈরির কারখানা হিসেবে বাড়িটি ব্যবহৃত হত।  ঘনবসতিপূর্ণ এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। এই আগুন যাতে পাশাপাশি বাড়িতে যেন না ছড়িয়ে পড়ে, তার জন্যই লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা।  এত ঘনজনবসতিপূর্ণ এলাকায় কারখানা কীভাবে চলছিল ? কেন অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই সেখানে,  প্রশ্ন উঠছে। 

হাওড়াতেও ভয়ঙ্কর আগুন 


ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লরির গ্যারাজে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারাজটি। লরি ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ও বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। 


ইলেকট্রিকাল শর্ট সার্কিট  থেকে আগুন? 
গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গোডাউনেও। আগুন নেভাতে কয়েক ঘণ্টার লড়াই দমকলের ৩টি ইঞ্জিনের । বন্ধ গ্যারাজে ইলেকট্রিকাল শর্ট সার্কিট  থেকে আগুন লাগতে পারে, অনুমান দমকলের। 


আরও পড়ুন ; প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে ? রইল খুঁটিনাটি


সকালের শিরোনাম


১। স্টেপনি টায়ারে লুকনো টাকার বান্ডিল! বানারহাটে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা! গ্রেফতার ৫। কীসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল টাকা? তদন্তে পুলিশ।


২। ভূপতিনগর বিস্ফোরণে রহস্য। মৃত তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের স্ত্রীর। 


৩। নন্দকুমারের পর মহিষাদল। জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে ধরাশায়ী তৃণমূল। জয় বিজেপি নেতৃত্বাধীন জোটের। রাম-বাম জোটের তত্ত্ব প্রমাণিত, আক্রমণে কুণাল। 


৪। ঝালদা পুরসভায় ডামাডোল। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীর চৌধুরীর। গণতন্ত্রকে বাঁচান, আর্জি প্রদেশ কংগ্রেস সভাপতির। সমাধান চায় না কংগ্রেসই, পাল্টা তৃণমূল। 


৫। নবম-দশমে আরও ৪০ জনকে বেআইনি চাকরির সুপারিশ। গাজিয়াবাদ থেকে উদ্ধার ৪০টি ওএমআর সিটেই কারচুপি। খবর সূত্রের।