গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নামখানার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। কটেজে পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। যদিও ভস্মীভূত রান্নাঘর, স্টোর রুম-সহ গোটা কটেজ। 

Continues below advertisement

ঠিক কী ঘটেছে? 

আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপের একটি ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন লাগে। একটি কটেজে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু করার আগে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় । স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কী কারণে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

আরও পড়ুন, উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হতে পারে আরও এলাকা

একদিন কিংবা দু'দিনের ছুটিতে নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছুটি কাটানোর জন্য সাম্প্রতিক সময়ে ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুনি দ্বীপ। সমুদ্রের পাশে নির্জনে থাকার অন্যতম সুন্দর জায়গা এটি। দ্বীপে এখনও গড়ে ওঠেনি কোনও কংক্রিটের যাত্রী আবাস। বরং এখানে রয়েছে টেন্ট পরিষেবা, মাটির বাড়ি, টিনের শেড দেওয়া রুমও। যদিও এসি থেকে লাইটিং- সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকে বেশি দামের ঘরগুলিতে। 

মৌসুনি দ্বীপ কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি বেশ নিরিবিলি। ট্রেন কিংবা গাড়িতেই এই দ্বীপে চলে যাওয়া যায়। নৌকায় চেপে পার্শ্ববর্তী দ্বীপগুলিও ঘুরে দেখেন অনেকে। সোশাল মিডিয়ার দৌলতে এই দ্বীপটি জনপ্রিয় Staycation হয়ে উঠেছে। 

যদিও স্থানীয়দের অনেকাংশের অভিযোগ প্রচুর হোটেল-রিসর্ট বেশিরভাগ ক্ষেত্রেই উপকূল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সে সব তৈরি হয়েছে। মৌসুনি দ্বীপের বেশ কিছু হোটেল-রিসর্ট নিয়ে হাইকোর্টে মামলাও হয়। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসেও ওঠে ওই মামলা। মৌসুনি দ্বীপে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি সিনহা।                                                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে