চেন্নাই: ২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১৩টি ম্য়াচ এই ফর্ম্য়াটে খেলেছে তারা। টিম ইন্ডিয়াকে কোনওবারই হারাতে পারেনি টাইগার শিবির। ১১ ম্য়াচ জিতেছে ভারত। ২ ম্য়াচ ড্র হয়েছে। তবে আজ থেকে শুরু হতে চলা সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ভারতকে বেগ দেওয়ার। পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে আসার পর স্বভাবতই উদ্বুদ্ধ শান্ত, শাকিবরা। কিন্তু ভারত অনেকটাই শক্তিশালী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব পটেল মনে করেন বাংলাদেশের কোনও বোলারই ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন না। বিশেষ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমনকে এই সিরিজে পাওয়া যাবে না।


এই মুহূর্তে ৬৮.৫২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে ওঠার অন্যতম দাবিদার তাঁরা। পার্থিব বলেন, ''আমি আসন্ন সিরিজে এমন কোনও বাংলাদেশের বোলারকে দেখতে পারছি না যে ভারতীয় ক্রিকেটের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারবে। ভারতের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এমনটা কোনও বোলার বাংলাদেশের নেই বলা চলে। তবে ওদের যে পেস বোলাররা উঠে এসেছে। তারা দারুণ প্রতিভাবান। নিজেদের মেলে ধরেছে বিশ্বমঞ্চে দারুণভাবে।''


সৈয়দ খালেদ আহমেদ, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শাকিব আল হাসানরাই মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বোলিং অ্য়াটাকের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ ও ভারত দ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। 


 






ভারত কোনওদিন বাংলাদেশের কাছে টেস্টে না হারলেও ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর বলছেন, 'প্রতিপক্ষ দেখে তো আর মানসিকতা বদলাবে না। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হচ্ছে, প্রত্যেক সেশনে তোমার খিদেটা রয়েছে তো, প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক বলে? কারণ যখন দেশের হয়ে খেলছো, ১৫ জন খেলছে, তখন সবাই সবাইকে হারাতে পারে। তাই আমি মনে করি শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেরাটা দেব, কোনও বড় দলই এরকম ভাবে না। চ্যাম্পিয়ন দল হল তারাই যারা নিজেদের মান নিজেরাই নির্ধারিত করে।'