সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) ও নকশালবাড়িতে (Naxalbari) জোড়া অগ্নিকাণ্ড (Fire)। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ শিলিগুড়ির সেবক রোডে (Sebok Road) শপিং মলের (Shopping Mall) পাশে একটি লাইটপোস্টে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে শপিং মলের একাংশে।                                          


দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছনোর আগেই তড়িঘড়ি জলের ব্যবস্থা করে আগুন নিভিয়ে ফেলেন শপিং মলের কর্মীরা। অন্যদিকে, রাত ১০টা নাগাদ নকশালবাড়ি বাজারে আগুন লাগে। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত ২০-২২টি দোকান। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকলের।                             


                                  






দু'দিন আগে হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। দমকলের ১৮টি ইঞ্জিনের প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছিল আগুন। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল  ও পুলিশ আধিকারিক এবং স্থানীয় বিধায়ক। দেবীপক্ষের সূচনার দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য তেলের গুদাম। যদিও কী কারণে আগুন লেগেছিল সেই কারণ জানা যায়নি।                                                                              


এদিকে, গতকালি বাড়িতে আগুন লেগে ১০ মাসের শিশুকন্যা-সহ ঝলসে মৃত্যু হল ৪ জনের। হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা। কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ ও দমকল।