কলকাতা: সংখ্যাগুরু-সংখ্যালঘু ইস্যুতে ফিরহাদ হাকিমের বক্তব্য ঘিরে বিতর্ক চরমে (Firhad Hakim Controversy)। 'ফিরহাদ হাকিম সত্যিই কি ভারতীয়? উনি কি সংবিধানকে মানেন?' বিরোধীদের তরফে আসছে একের পর এক নিশানা। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ দল। ইতিমধ্যেই তৃণমূলের তরফেও পোস্ট করেও জানানো হয়েছে, 'এটা সমর্থন করে না দল। 'শান্তি, একতা, সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার পক্ষে তৃণমূল।' ঠিক এমনই এক মুহূর্তেই বিস্ফোরক প্রশ্ন বিজেপি নেতা কৌস্তভ বাগচীর(BJP Leader Koustav Baghchi)।




কটাক্ষ করে পাল্টা পোস্ট করে কৌস্তভ বাগচী বলেছেন, 'কথার চেয়ে কাজ অনেক বেশি জোরাল, বরখাস্ত করা হবে? মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফিরহাদকে দল থেকে বরখাস্ত করবে তৃণমূল?'ফিরহাদ-বিতর্কে প্রশ্ন তুলে তৃণমূলকে পাল্টা চাপ বিজেপি নেতার। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক  ফিরহাদ হাকিম বলেছিলেন, আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।' পাল্টা বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় বলেছিলেন, তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, হবেই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এখনও সামনে আসছে। এর মধ্য়ে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিতর্কের আঁচ এসে পড়ল এপারেও।


আরও পড়ুন, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী, রেজিস্ট্রি পেপারে সই শুভেন্দুর


শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে মন্ত্রী ফিরহাদ হাকিমকে এই মন্তব্য় করতে শোনা যাচ্ছিল।ফিরহাদ হাকিম বলেছিলেন, 'আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।