কলকাতা: ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রের (Madan Mitra) তর্পণ (tarpan) ঘিরে প্রতিক্রিয়া (rebuke) ফিরহাদ হাকিমের (firhad hakim)। বললেন, ‘রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল।’


কী বললেন ফিরহাদ?
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, সে কথা বলেও ফিরহাদের দাবি, ‘আমরা সকলেরই দীর্ঘজীবন কামনা করি।‘ তাঁর মতে, যেহেতু জীবিত মানুষের নামে তর্পণ হয় না, তাই যিনি-ই এরকম করে থাকুন ঠিক করেননি। তৃণমূল কংগ্রেস এই সব 'ছ্যাবলামি' সমর্থন করে না, কড়া তিরস্কার তাঁর। বিষয়টি নিয়ে এর মধ্যেই বালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তর্পণ-বিতর্কে মদন মিত্রের ভূমিকায় ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। বললেন, 'এগুলো ভাল দৃষ্টান্ত স্থাপন করছে না। সংবাদমাধ্যমে প্রচার পেতেই এই সব করা হচ্ছে। এই সব না করলেও মদন মিত্র, মদন মিত্রই থাকবেন।'


কটাক্ষ দিলীপ ঘোষের...
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'আপনারা জানেন মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না। পূর্বপুরুষদের ছবি না পেয়ে আমাদের ছবি নিয়ে বসে গিয়েছেন।' এই সব কথায় যে তিনি মোটে আমল দিতে নারাজ, সেটা বুঝিয়ে দিয়েছেন পদ্মশিবিরের পোড়খাওয়া নেতা। প্রসঙ্গত, গত কাল বাবুঘাটে শুভেন্দু অধিকারী এবং  দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সঙ্গে জানান, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। বলেছিলেন, 'এঁরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।রা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।'


আরও পড়ুন:আরও ৬৫ জনের চাকরি, পুজোর আগেই নিয়োগের নির্দেশ