সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দায়িত্ব কমে যাওয়া নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর। কিন্তু তার কোনও রেশই দেখা গেল না সদ্য প্রাক্তন হওয়া ফিরহাদ হাকিম এবং রাজ্যের পরিবহণ দফতরের নতুন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর আলাপচারিতায়। বরং ‘তরুণ ব্রিগেড’-এর নতুন মন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাসই দিলেন ফিরহাদ। আলিঙ্গন করে জোগালেন পাশে থাকার ভরসাও। 


ফিরহাদের হাতে থাকা পরিবহণ দফতরের মন্ত্রী এখন স্নেহাশিস


একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদল ঘটেছে। তাতে এতদিন ফিরহাদের হাতে থাকা পরিবহণ দফতরে দায়িত্ব উঠেছে হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিসের হাতে। বুধবার শপথগ্রহণের পর, বৃহস্পতিবার কসবার দফতরে এসে দায়িত্ব বুঝে নেন তিনি।


এ দিন সেখানে প্রাথমিক কাজকর্ম সামলে সন্ধেয় কলকাতা পুরসভায় গিয়ে পৌঁছন স্নেহাশিস। সেখানে ফিরহাদকে প্রণাম করে আশীর্বাদ নেন। তার পর কার্য পরিচালনায় সাহায্য চান। এর পাল্টা ‘তরুণ ব্রিগেড’-এর মন্ত্রীকে বুকে টেনে নেন ফিরহাদ। কাঁধে হাত রেখে সবরকম সাহায্যের আশ্বাস দেন। 


আরও পড়ুন: SSC Recruitment Scam: ‘সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে’, পার্থকে তীব্র কটাক্ষ তাপসের


শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে টানাপোড়েন চলছে। সেই আবহেই বুধবার তৃণমূলের তৃতীয় সরকারের মন্ত্রিসভায় রদবদল ঘটানো হয়। তাতের আটজন নতুন মুখ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, বিপ্লব রায়চৌধুরী, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ, তাজমুল হোসেন, সত্যজিৎ বর্মন। পাশাপাশি, নতুন দফতরের দায়িত্ব পেয়েছেন পুরনোরা। বৃহস্পতিবার তাঁরা প্রত্যেকেই নিজ নিজ দফতরের দায়িত্ব বুঝে নিলেন।


এই রদবদলে তৃণমূলের অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের গুরুত্ব বেড়েছে সরকারে। এতদিন পার্থর হাতে তাকা পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আগে থেকে কৃষি দফতরের দায়িত্বও রয়েছে তাঁর হাতে। নবান্নে নিজের এক ঘর থেকেই দুই দফতরের দায়িত্ব সামলাবেন তিনি। এ দিন নবান্নে ঢুকতে দেখা যায় তাঁকে। নবান্নে এসে পূর্ত দফতরের দায়িত্ব বুঝে নেন মন্ত্রী পুলক রায়ও। 


নিজ নিজ দায়িত্ব বুঝে নিলেন নতুন মন্ত্রীরা


সাড়ে ১০ মাস আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ও জায়গা পেয়েছেন মমতার মন্ত্রিসভায়। পর্যটন এবং তথ্যপ্রযুক্তির মতো দু’টি গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন তিনি। 
এ দিন সেক্টর ফাইভের দফতরে দায়িত্ব বুঝে নেন বাবুল।