কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। পুরোটাই রাজনীতি। অভিযোগ ফিরহাদ হাকিমের। 


কী বললেন ফিরহাদ:
ফিরহাদ হাকিম বলেন, 'জানি না কী উদ্দেশ্য, কী ব্যাপার। একটু ত্রাস তৈরির চেষ্টা। পুলিশ শেষ কথা বলবে নাকি মানুষ শেষ কথা বলবে। এটাই এখন মেন সমস্যা। আমরা যদি অন্যায় না করে থাকি তাহলে কে শাস্তি দেবে। শিক্ষায় যেমন হয়েছে, সবাই অন্যায় করেছে, সবাই টাকা নিয়েছে ব্যাপারটা তো এমন নয়। যে দোষ করেছে সে শাস্তি পাবে। চুঁচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম দেখেছিলাম। সেটা বাতিল করেছি। কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।'


বিজেপির তোপ:
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'প্রচণ্ড গরম পড়েছে, তার সঙ্গে আর্দ্রতা। ফিরহাদ হাকিমের ঘরে চাপ, বাইরেও চাপ। দলে কোণঠাসা অবস্থা, বাইরে নিয়োগ নিয়ে তদন্ত। এখনও পর্যন্ত কোনও তদন্তকারী সংস্থা তো ফিরহাদ হাকিমকে দায়ী করেনি। কেউ ওঁর নাম করে কিছু বলেনি। উনি হঠাৎ ফরোয়ার্ড খেলছেন কেন? ওঁদের যদি যোগ না থাকে ভয় পাওয়ার কারণ নেই। এত নিয়োগ হয়ে গিয়েছে, উনি কিছুই জানেন না। উনি হয়তো নিজে করেননি। কোনও চাপে হয়তো করেছেন। তৃণমূলের অন্দরের লোকই তো বলছে।'


শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির একটি হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়ল শীলের অফিস থেকে যে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই প্রাথমিকভাবে ১৪টি জায়গাকে তালিকায় রাখা হয়েছে। সেভাবেই এদিন সিবিআই তল্লাশি শুরু হয়েছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি এবং তথ্য প্রমাণের খোঁজে একসঙ্গে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০০ জন সিবিআই আধিকারিক ১৬টি দলে ভাগ হয়ে ১৪টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন।


কোন কোন পুরসভা নজরে?
ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। এছাড়াও কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, উত্তর দমদম পুরসভায় সিবিআই যাচ্ছে বলে সূত্রের খবর। FIR করার পরে এটাই প্রথম সিবিআই তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে। কতজনকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে। কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল সেটা কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন সবই খুঁজে দেখছেন সিবিআই আধিকারিকরা।


আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?