অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষ, কলকাতা: কলকাতার (Kolkata) হকার সমস্যা (Hawker Problem) নিয়ে এবার পুলিশের (Police) একাংশের ঘাড়েই দায় ঠেললেন মেয়র! তাঁর দাবি পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলেও, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি অবশ্য এসব মানতে নারাজ! তাদের দাবি, পুরোটাই পুলিশ ও তৃণমূলের যোগসাজশ। 


মেয়র ফিরহাদ হাকিম বলেন, "থানার মদতেই শহরে বাড়ছে অনিয়ন্ত্রিত হকারের সংখ্যা। পুলিশ কমিশনারকে চিঠি দিলেও অ্যাকশন হয়নি।" প্রসঙ্গত, দিন দিন বাড়তে থাকা হকার সমস্যা নিয়ে এবার কার্যত পুলিশের ঘাড়েই দায় ঠেললেন কলকাতা পুরসভার মেয়র। শুধু তাই নয়, পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 


কলকাতার রাজপথে হকার সমস্যা দীর্ঘদিনের। কখনও হকারদের বাড়বাড়ন্তে ফুটপাত দিয়ে চলাফেরা করাই দায় হয়ে যায়। মাথার ওপর প্লাস্টিক, আর মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও বাড়ে। 


শহরকে হকারমুক্ত করতে, বা হকার নিয়ন্ত্রণ করতে, একাধিকবার ব্যবস্থা নেওয়া হলেও, লাভের লাভ কিছুই হয়নি! এই পরিস্থিতিতে একরাশ বিরক্তি ঝরে পড়ল খোদ মেয়রের গলাতেই। 


আরও পড়ুন, জাতীয় সড়কে কমছে টোল ফি, ৪০ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত সরকারের


কলকাতা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র। তিনি বলেন, "এগুলো সব পুলিশের লোকাল থানায়, সেখানে তাদের মদত না থাকলে এরা বসতে পারে না। কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তাদের মান্থলি সিস্টেম করে নেয়। এটা শুনেছি। যেকোনও সময় আর একটা বড় অগ্নিকাণ্ড হতে পারে। শীতের সময় এগুলো লাগে বেশি। তাই এটাও সাবধান করে উনাকে চিঠি দেওয়া হয়েছে। দুই নভেম্বর চিঠি দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমি দেখিনি কোন একশন হয়েছে বলে। পুলিশকে এটা দায়িত্ব নিতেই হবে।" 


২০১৯’র ১৯শে জানুয়ারি রাতে গড়িয়াহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ফুটপাতের দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেশকিছু পদক্ষেপ করে কলকাতা পুরসভা। প্লাস্টিকের আচ্ছাদন খোলার নির্দেশ দেওয়া হয়।স্টলও করে দেয় পুর কর্তৃপক্ষ! কিন্তু, হকাররা সেই স্টল নেননি। যা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মেয়র।


মেয়রের কথায়, "প্লাস্টিকের ব্যবহার থেকে এই শীতের সময় প্লাস্টিকের আগুন থেকে হকারদের ওখানে ভয়াবহ আগুন লেগেছিল। তারপর আমরা বেশ কিছু স্টল করে দিয়েছিলাম। কিন্তু হকাররা সেই স্টল নেননি। আমরা পুলিশ পেশায় জায়গা গুলো দেখিয়ে দেবো সেই জায়গা থেকে তাহলে পুলিশ তুলে দেবে। যদি মুখ্যমন্ত্রী পর্যন্ত যেতে হয় যাব।" 


কলকাতার হকার সমস্যা নিয়ে বিস্ফোরক মেয়র। দায় ঠেললেন পুলিশের একাংশের বিরুদ্ধে। এসব নাটক, কটাক্ষ বিজেপির। রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এগুলো সব নাটক। পুলিশ কথা শোনা না। পুলিশ আ তৃণমূল এক। মিলেমিশে একাকার। মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে।" 


মেয়র দাবি করছেন, অনিয়ন্ত্রিত হকার রুখতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না! তাহলে মহানগরীতে হকার আটকাবে কে? দায়িত্ব কার? উঠছে প্রশ্ন!