অনির্বাণ বিশ্বাস এবং রঞ্জিত সাউ, কলকাতা: বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু বীরভূমের (Birbhum) জেলা সভাপতিকে নিয়ে এখনও কোনও অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। যা নিয়ে রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে কি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্যের পর তুঙ্গে জল্পনা।
তৃণমূলের অবস্থান
নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার (Arrest) হওয়ার পর, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ দিন সময় নিয়েছিল তৃণমূল (TMC) নেতৃত্ব। আর, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, ৩ দিন কেটে গেলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি শাসকদল। এমনকি বীরভূমের জেলা সভাপতিকে নিয়ে এখনও অবস্থানও স্পষ্ট করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
বিরোধীদের অবস্থান
এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কেষ্ট হচ্ছে দিদির ভাই। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "শৃঙ্খলা রক্ষা কমিটির কোন বৈঠক ডাকা হয়নি। চেয়ারম্যান ডাকেননি।" বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পার্থর পর টাকা উদ্ধার হয়েছিল, তাই বহিষ্কার করেছে। যদি প্রতিদিন ২-৩টে করে বহিষ্কার করতে থাকে, তাহলে পার্টিটা কী থাকবে? মমতা দিল্লিতে গেছিলেন বাঁচাও সাধুবাবা। কোনও সাধুবাবা এখন আর পক্ষে দাঁড়াচ্ছে না।"
আরও পড়ুন, বদলার বদলে বদলা চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'হুঙ্কারে' নতুন বিতর্ক
পাল্টা চার্জশিটে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কেন কেন্দ্রীয় এজেন্সি তলব করছে না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। গরুপাচার মামলায় বৃহস্পতিবার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, অনুব্রত মণ্ডলকে বোলপুরের তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে নিয়ে অবস্থান স্পষ্ট না করলেও, মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার ব্যবহারের অভিযোগ এবং এজেন্সিগুলিকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি নিয়ে পথে নেমেছে তৃণমূল।
সিপিএম-এর অবস্থান
সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মদনে নেমেছিল, রাজীবে নেমেছিল। পার্থতে থতমত। ভেবেছিল একে থামবে। আসলে ছাত্র যুবদের নামিয়েছে, কারণ নিজেরা লুকনোর পথ পাচ্ছে না।" শিল্প বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা বলেন, "আমরা কেউ কোথাও লুকিয়ে নেই। সবাই সামনেই আছি।" সব মিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা।