চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলি! আহত একাধিক, মৃত ১
মনোনয়ন পর্বের শেষদিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। চোপড়ার কাঁঠালবেড়িয়ায় বাম-কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ। বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময়েই বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে সূত্রের খবর। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। মনোনয়ন কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে তাঁদের উপর হামলা বলে অভিযোগ। জখমদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এখনও পর্যন্ত তিন জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাম-কংগ্রেসের দাবি,তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা।
'সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব', কড়া বার্তা প্রধান বিচারপতির
'আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব', রাজ্য নির্বাচন কমিশনকে কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সঙ্গে বললেন, 'আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি যদি তৈরি করেন, আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না'।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্ত বহাল, ফের ধাক্কা রাজ্যের
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। রায় বহাল রাখলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।দুই সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে রাজ্য।
মনোনয়ন পর্বের আজ ফাইনাল ডে, শেষ দিনেও ভাঙড়ে অশান্তির আশঙ্কা
মনোনয়ন (Nomination) পর্বের আজ ফাইনাল ডে। শেষ দিনেও ভাঙড় (Bhangar) ১ নম্বর ব্লকে অশান্তির আশঙ্কা। মনোনয়ন কেন্দ্রের কিছুটা দূরে বাসন্তী হাইওয়ের নলমুড়ি হাসপাতাল মোড়ে সকাল থেকে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মীরা। একের পর এক গাড়িতে চড়ে লাঠি হাতে হাজির হচ্ছেন শাসকদলের কর্মী, সমর্থকরা। একদিকে যখন এই ছবি, তখন গত ২ দিনের মতো ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত। পুলিশ মাঝেমধ্যে হঠিয়ে দিলেও, এলাকায় এখনও শাসকদলের কর্মী, সমর্থকদের ভিড়। ফলে আরও একবার মনোনয়ন ঘিরে গন্ডগোলের আবহ ভাঙড়ে।
দক্ষিণবঙ্গে বর্ষার দেরি
দক্ষিণবঙ্গে (South Bengal) বিলম্বিত বর্ষা (Monsoon)। বাংলায় (West Bengal) পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার (Malda) ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। এমনটাই অনুমান আবহবিদদের। সে ক্ষেত্রে রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ (Heatwave) চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
আরও পড়ুন:ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?