শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও মুন্না আগরওয়াল, বালুরঘাট, নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নজরে বুথ স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধি! আজ থেকে শুরু হল গেরুয়া শিবিরের বুথ স্বশক্তিকরণ অভিযান। বালুরঘাটে সুকান্ত মজুমদার ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন। যদিও এ নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল!

কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪-এ লোকসভার মহারণ! তার আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, বাংলায় বুথ স্বশক্তিকরণ অভিযান শুরু করল বিজেপি। রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটে বুথ স্বশক্তিকরণ অভিযানের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির সমীক্ষা অনুযায়ী,রাজ্যের বেশ কিছু জায়গায় দলের বুথ পর্যায়ে সক্রিয়তা তাৎপর্যপূর্ণভাবে কম। সেই সমস্ত বুথে নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। গত বিধানসভা ভোটে ২০০-পারের ডাক দিলেও, দু অঙ্কের ঘরেই থামতে হয় বিজেপিকে। যার অন্যতম কারণ হিসেবে বিভিন্ন বুথে সাংগঠনিক দুর্বলতা তত্ত্বই উঠে এসেছিল। এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বুথস্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে, ১২ থেকে ২৫ মার্চ পর্যন্ত বুথ স্বশক্তিকরণ কর্মসূচির পরিকল্পনা করে পদ্ম-শিবির। 

এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুর এলাকায়, ৮৮ নম্বর বুথে গিয়ে দলীয় কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। সকলের মতামত নিয়ে সেই বুথের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন, তা ঠিক করে দেন।  

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বুথ আমাদের আগেও ছিল। এখনও আছে। এবার সেই বুথগুলোকে নতুন করে দেখা। নতুন লোক ঢোকানো। আরও শক্তিশালী করা। এই কাজকে লক্ষ্য করে কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন, পরবর্তীকালে বিধানসভা ভোট পর্যন্ত শক্তিশালী বুথ তৈরি করে লড়াই করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সোনাচূড়ার ২৭৮ নম্বর বুথে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, গোটা গ্রামে একজনও আমফানের টাকা পায়নি। মোদিজি ২০ হাজার টাকা করে দিয়েছে। ১০০ দিনের কাজে টাকা তুলে নিয়েছে। ২৭৮ নম্বর বুথে একটাও শৌচালয় নেই। এই গ্রামের দিকে তাকিয়ে দেখুন ১০টার মধ্যে একটা পাকা বাড়ি। উন্নয়ন শুধু মমতার পরিবারের হয়েছে।

নজরে পঞ্চায়েত নির্বাচন, বুথ স্বশক্তিকরণ অভিযানে বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে বুথ স্বশক্তিকরণ অভিযান করে কতটা লাভবান হবে বিজেপি? তার কোনও প্রভাব পড়বে কি পঞ্চায়েত ভোটে? পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই তা স্পষ্ট হয়ে যাবে।