সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পুজো শেষ। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর (Durga Puja) কার্নিভাল (carnival)। সেই উপলক্ষ্যে ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের (organizer) সঙ্গে বৈঠক পুলিশের। আলিপুর বডিগার্ড লাইনস্-এ (alipore bodyguard lines) পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।


যা জানা গেল...
এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম যে প্রত্যেকটি পুজো কমিটিকে তিনটি করে ট্রেলার দেওয়া হবে। ট্রেলারে থাকবে পুজো কমিটির থিম (theme) ও মায়ের মূর্তি (idol)। তাছাড়া তিন মিনিটের একটি থিম সং-র আয়োজন করা যাবে। তবে সেই সময়ে কোনও শব্দবাজি ফাটানো যাবে না। বা আলাদা করে কোনও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে না। যদিও ষোলো ফুটের বেশি উচ্চতাসম্পন্ন প্রতিমার ক্ষেত্রে ঘুরপথে কার্নিভালে যাওয়ার কথা বলা হয়েছে। এরকম ১৭টি পুজো চিহ্নিত করা হয়েছে।  সকাল ১১.৩০ থেকে ১২ টার মধ্যে পুজো কমিটিগুলির জমায়েত হেস্টিংসের কাছে। ময়দানে গাড়ি পার্কিং করতে পারবেন পুজো কমিটির উদ্যোক্তারা। বিকেল ৪ টের সময় কার্নিভালের অনুষ্ঠান শুরু। প্রায় ১০০টি কমিটি অংশগ্রহণ করবে। ৫০টি পুজো তাদের তিন মিনিটের থিম সং জমা দিল পুলিশকে। ২০১৯ সালের পর দুটি বছর এই কার্নিভাল অতিমারীর কারণে বন্ধ ছিল। তার পর এবার ফের এত বড় আকারে কার্নিভালের আয়োজন করা হল। পুজো উদ্যোক্তাদের বড় অংশই পুলিশের এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট। 


ফিরে দেখা...
গত বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হবে না বলে নির্দেশিকা জারি করেছিল নবান্ন। সঙ্গে বলা হয়েছিল, পুজো কমিটিগুলি জলসার আয়োজন করতে পারবে না। খোলামেলা রাখতে হবে পুজো মণ্ডপ। মণ্ডপের মধ্যে মানতে হবে সামাজিক দূরত্ব। করোনাবিধি মেনে দুর্গাপুজো করতে হবে। মহালয়ার আগে ওই নির্দেশিকা জারি করা হয়। তাতে জানানো হয়, দুর্গাপুজোর পর রেড রোডে যে কার্নিভাল হয়,করোনা আবহে  তা হবে না। পুজো কমিটিগুলির জন্য পুজো মণ্ডপে জলসার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতিও দেওয়া হবে না। উল্লেখ্য, গত বছরও করোনা বিধি পুজোর আয়োজনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার করোনার দাপট কমলেও কার্নিভাল নিয়ে একেবাের আঁটঘাঁট বেঁধে এগোতে চায় প্রশাসন। আজকের বৈঠকে সেই সব দিকেই নজর দেওয়ার চেষ্টা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 


আরও পড়ুন:দশমীর বিসর্জনের সময় বচসা, পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে