শান্তনু নস্কর, সুন্দরবন: প্রচণ্ড গরমে নাজেহাল বণ্য়প্রাণ। কাহিল হয়ে পড়েছে রয়্য়াল বেঙ্গলও (Royal Bengal Tiger)। এই অবস্থায় বাঘেদের স্বস্তি দিতে বেশ কিছু ব্য়বস্থা নিচ্ছে বন দফতর। সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে দিনে অন্তত ২ বার স্নান করানো হচ্ছে বাঘেদের। তাদের জন্য় ২৪ ঘণ্টা ফ্য়ান চালিয়ে রাখা হচ্ছে। খাওয়ানো হচ্ছে ORS। বাঘের খাচায় বড় পাত্রে রাখা হয়েছে জল। ব্য়বস্থা করা হয়েছে বাথটবের।


গরমে নাজেহাল বণ্য়প্রাণ: গত কয়েকদিন ধরেই প্রচণ্ডে গরমে নাজেহাল অবস্থা। তাপপ্রবাহ শুরু হয়েছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেদেরও যথেষ্ট কাহিল অবস্থা। গরমের হাত থেকে তাই এই রয়্যাল বেঙ্গলদের বাঁচাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ২৪ পরগনা বনবিভাগ। দিনে অন্তত দুবার করে স্নান করানো হচ্ছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘকে। পাশাপাশি তাদের জন্য ২৪ ঘণ্টা পাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্রমাগত তাদেরকে ORS মেশানো জল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি বাঘের খাঁচা সহ একাধিক জায়গায় বড় বড় পাত্র রাখা হয়েছে। এছাড়াও বাথটব থেকে শুরু করে বাঘের বিচরণ ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছায়া রাখার ব্যবস্থাও করেছে বন দফতর।


রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা: এ যেন অচেনা চৈত্র। তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি! দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেই তাপমাত্রা স্থায়ী হতে পারে আরও দু-তিন দিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। রেকর্ড গরম পানাগড়ে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা, ৪২.২ ডিগ্রি। কলকাতায় ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।  উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদাতে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 


আরও পড়ুন: North 24 Parganas Weather: তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনায়