কলকাতা : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন মল্লিকবাজারের কাছে বেসরকারি হাসপাতালে। বাম জমানায় একাধিকবার মন্ত্রী হয়েছেন, সামলেছেন গুরুত্বপূর্ণ দফতর। সিপিএম সূত্রে খবর, দু’-দু’বার স্ট্রোক হয় মানব মুখোপাধ্যায়। বছর দুয়েক ধরেই অসুস্থ ছিলেন মানব মুখোপাধ্যায়।
মন্ত্রী মানব মুখোপাধ্যায় সকাল ১১.১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ১১.৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টি রাজ্য দফতর , ১১.৩০ টায় জেলা দফতর হয়ে বেলা ১২.৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।
বর্ষীয়ান নেতার মৃত্যুকে শোকজ্ঞাপন করে সেলিম বলেন, ' জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখার্জী আর আমাদের মাঝে রইলেন না। কমরেড মানব মুখার্জী লাল সেলাম'
গত অগাস্ট মাসেই তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক হয় । ছিলেন ভেন্টিলেশনে। শ্বাসকষ্ট, হাঁটা ও কথা জড়িয়ে যাওয়ার সমস্যা থাকায় ৫ অগাস্ট প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতাকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন :
মানব মুখোপাধ্যায় বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র। সেখান থেকে মার্কসবাদের দর্শনে বিশ্বাস। যোধপুর পার্ক বয়েজে প্রাথমিক পড়াশোনা। উত্তাল ৭২ সালে। সেন্ট জেভিয়ার্স কলেজ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। মার্কসবাদী দর্শনের তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে গুলাম আলির গজলেও সমান আকর্ষণ।
প্রগতিশীল সাহিত্যের প্রতি তাঁর ছিল যেমন সংগ্রহ, তেমনই প্রায় ২৩ হাজারের বেশি গান ছিল তাঁর সংগ্রহে। বাড়িতে রাজনীতির চর্চা না থাকলেও উত্তাল সাতের দশকে রাজনীতির প্রতি তৈরি হয় আকর্ষণ। ৮৭-তে প্রথম নির্বাচনে জিতে বিধায়ক হওয়া। ৯৬-তে যুবকল্যাণ দফতর ও পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী। নানা সময়ে নানা কারণে বিতর্কের আলোয়। সুবক্তা। নিজের বিশ্বাসকে দর্শনের যুক্তিজালে জড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারদর্শী ছিলেন তিনি।
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। বামফ্রন্ট আমলে তিনি দীর্ঘদিন রাজ্য সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যু রাজনৈতিক জগতে বড় ক্ষতি। আমি মানব মুখোপাধ্যায়ের পরিবারবর্গ ও তাঁর অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।